‘বিদেশযাত্রা মৌলিক অধিকার’! কুণালকে স্পেনে যাওয়ার অনুমতি দিল হাই কোর্ট

‘বিদেশযাত্রা মৌলিক অধিকার’! কুণালকে স্পেনে যাওয়ার অনুমতি দিল হাই কোর্ট

High Court

কলকাতা: বিদেশ যাত্রার অনুমতি পেলেন কুণাল ঘোষ৷ মঙ্গলবার তৃণমূলের মুখপাত্রকে বিদেশ যাত্রার অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট। কুণাল সারদা মামলায় একজন অভিযুক্ত৷ এই অভিযোগেই তাঁর বিদেশযাত্রায় আপত্তি জানিয়েছিব সিবিআই। মঙ্গলবার কলকাতা হাই কোর্ট সেই আপত্তি খারিজ করে দেয়৷ আদালতের বক্তব্য, বিদেশ যাত্রা মানুষের মৌলিক অধিকার৷ তা ছাড়া কুণাল এর আগেও বিদেশে গিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আইন ভাঙার কোনও অভিযোগ ওঠেনি। (High Court)

আগামী ১২ সেপ্টেম্বর বাণিজ্য সম্মেলনে যোগ দিতে স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিদেশ সফরে যাবে রাজ্যের একটি প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলেরই সদস্য করা হয় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে৷ কিন্তু কুণাল রাজ্যের সারদা মামলায় অভিযুক্ত এবং সেই মামলাটি তদন্তাধীন৷ সেই কারণেই তাঁর বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই-এর তরফে আদালতে জানানো হয়, কুণাল বিদেশে গেলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার এই সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। বিচারপতি বাগচি বলেন, ‘‘কুণাল অভিযুক্ত৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত নয়। তাই তাঁর বিদেশ যাত্রায় বাধা দেওয়া যায় না। তা ছাড়া কুণাল বিদেশে গেলে তদন্ত কী ভাবে ক্ষতিগ্রস্ত হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করেনি সিবিআই। তাদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণও দিতে পারেনি কেন্দ্রীয় সংস্থা।’’  এর পরেই সিবিআইয়ের আপত্তি খারিজ করে কুণালকে বিদেশ যাত্রার অনুমতি দেয় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জানায়, ‘‘আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর রাজ্যের প্রতিনিধি দলের সঙ্গে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন কুনাল ঘোষ ।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =