সন্দেশখালি কাণ্ডের তদন্তে কারা? সিট-এর তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের

সন্দেশখালি কাণ্ডের তদন্তে কারা? সিট-এর তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের

hc

কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের৷ সেই হামলার ঘটনার তদন্ত করবে কারা, সিবিআই না রাজ্য? বুধবার সেই বিষয়ে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের এই নির্দশের ফলে আপাতত প্রায় এক মাস পিছিয়ে গেল সন্দেশখালি কাণ্ডের তদন্ত৷ তেমনটাই মনে করছেন আইনজীবী এবং রাজনৈতিক মহলের একাংশ।

এই মামলায় সিবিআই তদন্ত চেয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল ইডি-র তরফে। পাল্টা রাজ্যের দাবি ছিল, পুলিশের হাতেই তদন্তভার থাকুক। দু’পক্ষের বক্তব্য শোনার পর এই মামলায় তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল বা সিট গঠনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। যেখানে সিবিআই এবং রাজ্য দুই পক্ষের আধিকারিকরকেই রাখা হবে৷ কিন্তু বুধবারসেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ৷ আদালত জানায়, কোনও এফআইআর-এর উপরই এখন তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশ। দু’পক্ষের বক্তব্য শোনার পরেই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। ৬ মার্চ হবে এই মামলার শুনানি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − seven =