উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে কাউন্সেলিং শুরুর অনুমতি দিল হাই কোর্ট

উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে কাউন্সেলিং শুরুর অনুমতি দিল হাই কোর্ট

high-court-ssc-case-hearing-commission-faces-question

hc

কলকাতা: পুজোর আগে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীর জন্য এল সুখবর! মঙ্গলবার উচ্চ প্রাথমিকের ১৪০০০ শূন্যপদে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনকে কাউন্সেলিং শুরু করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু করার নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। তবে আদালত এও স্পষ্ট জানিয়েছে যে, হাই কোর্টের নির্দেশ ছাড়া কাউকে নিয়োগ দেওয়া যাবে না। তবে আদালতের এই নির্দেশে নিয়োগ সংক্রান্ত জটিলতা কিছুটা কাটল বলেই মনে করা হচ্ছে।

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ক্রমশ পিছিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন চাকরিপ্রার্থীরা। ২০২১ সালে স্কুল সার্ভিস কমিশন যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছিল তাতে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে। যা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করা হয়। এদিকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চেয়ে আদালতে যায় কমিশন। ১৪,০০০ শূন্যপদে নিয়োগ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয় কমিশন। 

২০১৬ সালের উচ্চ প্রাথমিকের প্যানেলে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ জানিয়ে ২০২০ সালের ১১ ডিসেম্বর নিয়োগপ্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। পরে মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওঠে। বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগে স্থগিতাদেশ না দিলেও, অভিযুক্তদের বক্তব্য শোনার নির্দেশ দেন এসএসসি-কে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন জানায় কমিশন৷ এর পরেই এসএসসি-কে প্যানেল তৈরির গাইডলাইন বেঁধে দেয় আদালত। সঙ্গে জানায়, আদালতের অনুমতি ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =