স্কুলে পড়াতে হবে না, রাস্তায় নেমে পড়ুন! শিক্ষকদের মিছিল-ধর্না নিয়ে ভর্ৎসনা হাই কোর্টের

স্কুলে পড়াতে হবে না, রাস্তায় নেমে পড়ুন! শিক্ষকদের মিছিল-ধর্না নিয়ে ভর্ৎসনা হাই কোর্টের

hc expresses

কলকাতা: শিক্ষকদের মিছিল এবং ধর্নার অনুমতির প্রশ্নে অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি৷ শিক্ষকদের আবেদন শোনার পর প্রধান বিচারপতির মন্তব্য, “প্রতি দিন ১৫টি করে মিছিল হচ্ছে। আর চলবে না। ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশকে কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করতে দিন।”

ডিএ এবং অন্যান্য দাবিদাবা আদায়ে শিক্ষকদের একটি সংগঠন মিছিল করার পাশাপাশি বিকাশ ভবনের সামনে ধর্না দিতে চেয়ে হাই কোর্টে আবেদন জানায়। মামলাটি দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। কিন্তু, জরুরি ভিত্তিতে মামলা শুনল না হাই কোর্ট। উল্টে এই মামলা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন হাই কোর্টের প্রধান বিচারপতি। তিনি ক্ষুব্ধ ভাবেই বলেন, “শিক্ষকদের স্কুলে পড়াতে হবে না, রাস্তায় নেমে পড়ুন। পুজোর আগে এই মামলার শুনানি সম্ভব নয়।”

এদিন আইনজীবী শুনানির অনুরোধ জানানোর পর প্রধান বিচারপতি বলেন, “চলুন সবাইকে ব্লক করে দিই। সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে না। প্রতি দিন শহরে ১৫টি করে মিছিল হচ্ছে। সংবাধমাধ্যমে দেখলাম অফিস যাত্রী, বাচ্চারা সকলকে এরজন্য হয়রান হতে হচ্ছে। এই অবস্থায় আমি আন্দোলনকারীদের প্রতি কোনও সহমর্মিতা দেখাতে পারব না। আমাকে জোর করবেন না।”

মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির আরও বলেন, ‘‘সব ভুলে শুধু রাস্তায় নেমে পড়লেই হল। অ্যাম্বুল্যান্স যেতে পারুক না পারুক, রাস্তায় লোক মরুক। সে সবে আমাদের কোনও চিন্তা নেই। জিন্দাবাদ জিন্দাবাদ বলে চিৎকার করলেই হবে। পুলিশকেও লাঠিচার্জ, টিয়ার গ্যাস ব্যবহার করে ভিড় নিয়ন্ত্রণ করতে দিন। কিন্তু, আমি অত্যন্ত দুঃখিত স্যার। পুজোর আগে আমি এই মামলা শুনব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + three =