পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে CBI-ই, রাজ্যের আবেদনে স্থগিতাদেশ দিল না হাই কোর্ট

পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করবে CBI-ই, রাজ্যের আবেদনে স্থগিতাদেশ দিল না হাই কোর্ট

615c32c5218b682b37baf2406dfa62d2

 কলকাতা: রাজ্যে পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিল না কলকাতা হাই কোর্ট। সোমবার সিঙ্গেল বেঞ্চের রায় অপরিবর্তিত রাখল বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন্‌‌হা রায়ের ডিভিশন বেঞ্চ৷ জানানো হল, এখনই সিবিআই তদন্তে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। তদন্ত যেমন চলছিল তেমনই চলবে৷ পরবর্তী শুনানিতে ইডিকে মামলার কেস ডায়েরি নিয়ে আদালতে আসতে হবে। আগামী ৬ জুন পরবর্তী শুনানি।

পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সংস্থা সিবিআই-কে তদন্তের ভার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতে যায় রাজ্য। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি খারিজ করে আগের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিন‌হা। এর পর সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। গত শুক্রবার হাই কোর্টের দু’টি ডিভিশন বেঞ্চ এই মামলা ফিরিয়ে দেয়৷ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্হা  রায়ের ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেনি৷ আদালত জানায়, মামলাটি এই দুই বেঞ্চের বিচার্য বিষয়ের তালিকাতেই নেই। তাই এই দুই বেঞ্চে এই মামলার শুনানি সম্ভব নয়। ডিভিশন বেঞ্চ এই মামলাটি ছেড়ে দেওয়ায় এই আবেদন যায় হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে৷ 

এই মামলায় দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দফতরে চিঠি পাঠিয়েছিল রাজ্য। শনি এবং রবিবার আদালত বন্ধ ছিল। সোমবার থেকে শুরু হয়েছে হাই কোর্টে গ্রীষ্মাবকাশ। ফলে রাজ্যের আবেদন জমা পড়ে অবকাশকালীন ডিভিশন বেঞ্চে। সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন্হা। রায়ের ডিভিশন বেঞ্চও সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল না।