sandeshkhali
কলকাতা: সন্দেশখালি নিয়ে জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল৷ কিন্তু সোমবার তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তালিকা মেনেই শুনানি হবে৷ সন্দেশখালি নিয়ে করা জনস্বার্থ মামলার দ্রুত শুনানি সম্ভব নয়।
সোমবার দ্রুত শুনানি চেয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী সংযুক্তা সামন্ত। তার প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের প্রশ্ন, মামলাকারী কি সন্দেশখালি গিয়েছিলেন? তিনি কি সমাজকর্মী? তা হলে কেন এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হচ্ছে? আইনজীবীর আর্জি খারিজ করার পাশাপাশি ডিভিশন বেঞ্চ আরও জানায়, সোমবারই সিঙ্গল বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেখানে কী হয় সেটা আগে দেখুন৷ পরামর্শ হাই কোর্টের ডিভিশন বেঞ্চের।