হাই কোর্টে ধাক্কা রাজ্যের, আগামীকাল পর্যন্ত নবান্নের সামনে ধর্নার অনুমতি পেল যৌথ মঞ্চ

হাই কোর্টে ধাক্কা রাজ্যের, আগামীকাল পর্যন্ত নবান্নের সামনে ধর্নার অনুমতি পেল যৌথ মঞ্চ

high-court-ssc-case-hearing-commission-faces-question

High Court

কলকাতা: নবান্ন বাসট্যাণ্ডের সামনে অবস্থান করার অনুমতি দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। কিন্তু শুক্রবার রাজ্যের আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত৷ উল্টে আগামী কাল বিকেল ৪টে পর্যন্ত ধর্নার অনুমতি পেল যৌথ মঞ্চ৷ 

১৯ থেকে ২২ ডিসেম্বর নবান্নর সামনে অবস্থান বিক্ষোভ ও সভা করার অনুমতি চেয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা৷ তবে সেখানে সভা করার অনুমতি দেয়নি হাওড়া পুলিশ। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা৷ সেই মামলা গ্রহণ করেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ সেই সময়ই মামলাকারীদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘হাওড়ার যেখানে আপনারা সভা করবেন বলছেন তা অত্যন্ত ব্যস্ত জায়গা। তাই সেখানে সভা করার অনুমতি দেওয়া যাবে না।’ (High Court)

বৃহস্পতিবার বিচারপতি সেনগুপ্ত এজলাসে না বসায় ডিএ আন্দোলনকারীদের মামলা শোনেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি শুনানি শেষে আন্দোলনকারীদের নবান্নের সামনে সভা করার অনুমতি দেন৷ তবে ৫০০ জন নয়, ৩০০ জনকে জমায়েতের অনুমতি দেওয়া হয়।  ৭২ ঘণ্টা সভা ও অবস্থান করার অনুমতি পেয়েই নবান্নের সামনে হাজির হন ডিএ আন্দোলনকারীরা৷ কিন্তু সেখানে পুলিশি বধার মুখে পড়তে হয় তাদের৷ তবে রাজ্যের আবেদন খারিজ করে দিল আদালত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *