৬ মাসের এক্সটেনশন মঞ্জুর, মোদীর হস্তক্ষেপে মুখ্যসচিবের চেয়ারে থাকছেন দ্বিবেদীই

৬ মাসের এক্সটেনশন মঞ্জুর, মোদীর হস্তক্ষেপে মুখ্যসচিবের চেয়ারে থাকছেন দ্বিবেদীই

কলকাতা:  আজ, শুক্রবার ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। ভোটের আগে অবসরের দোরগোড়ায় পৌঁছনো রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কর্মজীবনের মেয়াদ কি বাড়ানো হবে? তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা৷ অবশেষে সেই জল্পনার অবসান৷ এক্সটেনশন পেলেন রাজ্যের বর্তমান মুখ্যসচিব৷ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে দ্বিবেদীকে ছয় মাসের এক্সটেনশন দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছু দিন আগেই হরিকৃষ্ণ দ্বিবেদীর কর্মজীবনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরে ফাইল পাঠিয়েছিল রাজ্য। ওই ফাইলে অন্তত ৬ মাস মুখ্য সচিবের মেয়াদ বাড়ানোর কথা বলা হয়৷ সেই আর্জি মেনে ফাইলে সাক্ষর করে নবান্নে পাঠিয়ে দিলেন প্রধানমন্ত্রী৷ 

প্রসঙ্গত, দ্বিবেদীর মেয়াদ যাতে বাড়ানো না হয়, দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সেই দরবার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি যে দ্বিবেদীকে পছন্দ করেন না, একাধিক বার সে কথা প্রকাশ্যে জানিয়েওছেন৷ রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে বিভিন্ন সময় অধিযোগও এনেছিলেন৷ রাজ্য বিজেপি সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে দেখা করে এই বিষয়টি নিয়েই কথা বলেছিলেন তিনি৷ যদিও শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রে দাবি, রাজ্যের কোনও আমলাকে নিয়ে বিরোধী দলনেতার কোনও মাথা ব্যথা নেই৷ তবে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বাড়ানোর জন্য নবান্ন যে অনুমতি চেয়েছিল তা দেওয়া হয়েছে। তাঁর এক্সটেনশন সংক্রান্ত ফাইল দিল্লিতে কেন্দ্রীয় কর্মিবর্গ দফতরের কাছে পাঠানো হয়। ওই কর্মিবর্গ দফতর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 11 =