বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর Haji Nurul Islam passes away

Haji Nurul Islam passes away কলকাতা: প্রয়াত বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া৷ মাত্র ৬১ বছর বয়সে জীবনযুদ্ধ শেষ হল…

Haji Nurul Islam passes away

Haji Nurul Islam passes away

কলকাতা: প্রয়াত বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া৷ মাত্র ৬১ বছর বয়সে জীবনযুদ্ধ শেষ হল তাঁর। দীর্ঘ দিন ধরেই যকৃতের ক্যানসারে ভুগছিলেন সাংসত। বুধবার দুপুরে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ (Haji Nurul Islam passes away)

 

hazi1

রাজনৈতিক জীবন Haji Nurul Islam passes away

২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট থেকে ভোটে দাঁড়িয়ে প্রথম বার সাংসদ হয়েছিলেন হাজি নুরুল। এর পর ২০১৪ সালে জঙ্গিপুর থেকে প্রার্থী করা হয় তাঁকে৷ তবে সেখানে জিততে পারেননি৷ ২০১৬ সালে তৎকালীন তৃণমূল বিধায়ক জুলফিকার আলিকে টিকিট না দিয়ে বসিরহাট লোকসভার অধীন হাড়োয়া বিধানসভায় নুরুলকে টিকিট দেয় তৃণমূল৷ তিনি জয়ীও হন৷ ২০২১ সালে জিতে ফের হাড়োয়ার বিধায়ক পদে বসেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে বিপুল ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

ছ’মাস ধরে অসুস্থ

গত ছ’মাস ধরেই নানা রকম অসুস্থতায় ভুগছিলেন নুরুল। লোকসভা ভোটের সময়েও শরীর ভালো ছিল না তাঁর৷ দিল্লির অ্যাপোলো হাসপাতাল এবং মুম্বইয়ের এমসে চিকিৎসা চলছিল তাঁর। দীর্ঘ দিন কলকাতার অ্যাপোলোতেও চিকিৎসা হয়েছে৷ অবশেষে বুধবার দুপুরে সব লড়াই শেষ৷

 

আরও পড়ুন-

‘ট্রাম বন্ধ’ গুজব? আসল ফ্যাক্ট চেকে চাঞ্চল্যকর তথ্য 

কংগ্রেসে থেকে আগের মতোই মমতা বিরোধিতা

বিরাট চক্রান্ত! নির্যাতিতার পোস্টমর্টেম নিয়ে বিস্ফোরক দাবি আরজিকরের চিকিৎসকের,

সিপিএম থেকে তৃণমূলে আসা এই ‘কাকু’ও রয়েছেন সিবিআই স্ক্যানারে?

 Bengal: Former Basirhat MP Haji Nurul Islam passes away at 61 after battling liver cancer. His demise casts a shadow over the political community. He breathed his last at his residence on Wednesday afternoon