করোনা পরিস্থিতিতে এবারও বাতিল হজ যাত্রা, খারিজ আবেদন

করোনা পরিস্থিতিতে এবারও বাতিল হজ যাত্রা, খারিজ আবেদন

530a8ef7c81c56bae60615fc3f383e54

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে এবারও বাতিল হজ যাত্রা৷ সংক্রমণ রুখতে কড়া বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব৷ বাইরের দেশ থেকে হজে আসার ছাড়পত্র দিতে নারাজ সৌদি সরকার৷ যার জেরে ২২৩ বছরের ইতিহাসে দ্বিতীয়বার বন্ধ হয়ে গেল হজ যাত্রা৷ মঙ্গলবার ভারতের হজ কমিটির তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- শিশুদের জন্য করোনার নাজাল স্প্রে ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া

গত বছরও করোনা পরিস্থিতিতে বাতিল হয়েছিল হজ যাত্রা৷ সে বার কোনও দেশের হাতেই ভ্যাকসিন ছিল না৷ এবার ভ্যাকসিন হাতে এলেও টিকাকরণ সম্পূর্ণ হয়নি৷ সংক্রমণও নির্মূল হয়নি৷ তার উপর চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা৷ যার জেরে এবছরও সীমিত পরিসরে হজ পালন করা হবে বলে জানিয়েছে সৌদি আরবের উমরাহ এবং হজ মন্ত্রক। শুধুমাত্র দেশের নাগরিকরাই হজে আসার অনুমতি পাবে বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে৷ তাও আবার সীমিত৷ হজ মন্ত্রক জানিয়েছে, ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে মোট ৬০ হাজার মানুষ হজে যেতে পারবেন৷ তবে টিকাকরণ সম্পন্ন হতে হবে৷ অন্য কোনও জটিল রোগ থালেও মিলবে না অনুমতি৷ এই পরিস্থিতিতে সৌদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মক্কায় যাওয়ার যে আবেদন জমা পড়েছিল তা খারিজ করেছে ভারতের হজ কমিটি৷ 

এ বছর সম্ভবত হজ পালন করা হবে ১৭ জুলাই৷ ফি বছর সারা বিশ্ব থেকে প্রচুর মানুষ হজে আসেন৷ ভারত থেকেই হজে যান প্রায় ২ লক্ষ পূণ্যার্থী৷ কিন্তু করোনা সংক্রমণের জেরে গতবছর প্রথমবার হজে বাধা পড়ে৷ বিদেশীদের হজ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করে হজ কমিটি৷ এবারও করোনা পরিস্থিতি বাগে না আসায় হজ যাত্রা বাতিল করা হল৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *