সঠিক সময়ে সব কিছুর উত্তর দেব, অন্তরাল থেকে এই প্রথম মুখ খুললেন হৈমন্তী

সঠিক সময়ে সব কিছুর উত্তর দেব, অন্তরাল থেকে এই প্রথম মুখ খুললেন হৈমন্তী

কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্ত সংস্থার জালে ধরা পড়েছেন অনেক রাঘব বোয়াল৷ যাঁদের ঠিকানা এখন সংশোধনাগার৷ তবে সম্প্রতি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে যাঁর নাম, তিনি মডেল-অভিনেত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ তাঁকে নিয়েই এখন সমস্ত কৌতূহল৷ টলিউডের যোগ থাকায় স্বাভাবিক ভাবেই তাঁকে ঘিরে জনমানসে বাড়তি আগ্রহ৷ সংবাদপত্র ও সংবাদমাধ্যমে কয়েক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে তাঁর ছবি। কেউ কেউ বলছেন, তিনি এখন টিনসেল সিটি মুম্বইয়ে, কারও আবার বক্তব্য, তিনি আপাতত অন্তরালবর্তিনী।

আরও পড়ুন- ফের অসুস্থ মুকুল রায়, মাঝ রাতেই ভর্তি করা হল কলকাতার হাসপাতালে

নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ আদালত থেকে জেলে ফেরার পথে হঠাৎ করেই মুখে আনেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। যে কিনা নিয়োগ দুর্নীতির অন্যতম সাক্ষী গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী৷ কুন্তলের দাবি, সব টাকা হৈমন্তীর কাছেই আছে৷ সেই হৈমন্তীই এবার মুখ খুললেন প্রথমসারির এক সংবাদপত্রের কাছে। তিনি বলেন, ‘আমি ঠিক সময়ে সব কিছুর উত্তর দেব।’

হৈমন্তী মুখ খুলতে সময় নিলেও, মুখ খুলেছেন তাঁর মা বুলা গঙ্গোপাধ্যায়। রবিবার হাওড়ার বাকসাড়ায় নিজের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েই মেয়ের হয়ে সওয়ার করেন বুলা বলেন, ‘‘আমার মেয়ে নির্দোষ।  দুর্নীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই৷ ও সৎ বংশের মেয়ে। কোনও দু’নম্বরি করতে পারে না। এটা হতে পারে, আমার মেয়েকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। সময়মতো আমার মেয়ে সকলের সামনে সব বলবে।’’

তবে কোনও ভাবে যদি তাঁর মেয়ে ও জামাই গোপাল দলপতি অভিযুক্ত প্রমাণিত হয়, তার দায় তাঁরা নেবেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন হৈমন্তীর মা৷ তিনি বলেন, ‘‘আমার স্বামী সরকারি চাকরি করতেন৷ তিনি অবসর নিয়েছেন। অসুস্থ। আমিও অসুস্থ। আমাদের বয়স হয়েছে। আমরা এ-সব দায় নিতে পারব না।’’