কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে নবতম সংযোজন হৈমন্তী গঙ্গোপাধ্যায়৷ কে এই ‘রহস্যময়ী’? খোঁজ শুরু হতেই একের পর এক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। এরই মাঝে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে, ২০১৩ সালে একটি সংস্থার কাছ থেকে ২০ লক্ষ টাকায় শেয়ার কিনতে চেয়ে আবেদন করেছিলেন নিয়োগ দুর্নীতির অন্যতম সাক্ষী গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। শনিবার বেহালায় তাঁর ফ্ল্যাটের বাইরে থেকে যে সহ নথি উদ্ধার হয়েছে, তার মধ্যে থেকেই মিলেছে এই প্রমাণ। যা রহস্য আরও ঘনীভূত করে তুলেছে৷
আরও পড়ুন- হৈমন্তীর ফ্ল্যাটের বাইরে থেকে উদ্ধার রোল নম্বর লেখা কাগজ! বাড়ছে জল্পনা
গত বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে প্রথম বার উঠে আসে হৈমন্তীর নাম৷ কুন্তল দাবি করেন, এই হৈমন্তীর কাছেই সব টাকা রয়েছে। কিন্তু তিনি কে? কুন্তলই জানান, তিনি গোপাল দলপতির স্ত্রী৷ তবে সেই টাকা নিয়োগ দুর্নীতির টাকা কি না, সে বিষয়ে আর কোনও মন্তব্য করেননি কুন্তল। এর পর থেকেই দুর্নীতি-কাণ্ড লেগেছে হৈমন্তী রং৷ তাঁকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। তদন্তে নেমে হৈমন্তীর সঙ্গে মেলে টলিউড যোগ৷ পেশায় মডেল হৈমন্তীর পৈতৃক বাড়ি হাওড়ার উত্তর বাকসাড়া এলাকায়। সেখানে দো’তলা বাড়িতে থাকেম বাবা, মা আর বোন৷ পাশাপাশি বেহালায় একটি ফ্ল্যাট রয়েছে তাঁর। ওই ফ্ল্যাটের বাইরে থেকেই শনিবার একাধিক কাগজপত্র মিলেছে। যার মধ্যে রয়েছে, কিছু রোল নম্বর এবং শেয়ার কেনার আবেদনপত্রও।
ওই আবেদনপত্র দেখেই জানা যায়, ২০১৩ সালে একটি আর্থিক সংস্থার ২ লক্ষ শেয়ার কেনার জন্য আবেদন করেছিলেন হৈমন্তী। যার দাম প্রায় ২০ লক্ষ টাকা। সেই আবেদনপত্রে পেশা হিসাবে ‘ব্যবসা’র কথা উল্লেখ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই সংস্থার শেয়ার হৈমন্তী কিনেছিলেন কি না, তা জানা যায়নি। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো গোপাল দলপতিকে ইতিমধ্যেই বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অতীতে চিটফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন গোপাল। তিহাড় জেলেও বেশ কিছুদিন থাকার পর জামিনে ছাড়া পান৷ হৈমন্তীকে গোপাল বিয়ে করেছেন বলেই দাবি কুন্তলের। সেই হৈমন্তীর কাছে এত টাকা এল কোথা থোকে তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ তাপসের সঙ্গে হৈমন্তীর যোগসূত্র ধরেই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে টলিউডের এই স্ট্রাগলিং অ্যাক্টর৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>