TMC
কলকাতা: বিভিন্ন সরকারি প্রকল্পে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লি অভিযান সেরে কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যে ফিরেই ঘোষণা করেছেন নতুন কর্মসূচি৷ আজ, বৃহস্পতিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাজভবনে উদ্দেশে রওনা দেবে দলীয় নেতা, মন্ত্রীরা৷ কিন্তু তৃণমূলের অভিযানের আগই রাজভবন ছাড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷
দিল্লিতে কৃষিভবনে দিয়ে মন্ত্রী মশাইদের দেখা পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি সেই সময় দিল্লিতে থাকবেন না৷ অন্যদিকে, গিরিরাজের ডেপুটির সাধ্বী নিরঞ্জনের সঙ্গেও দেখা করতে পারেনি তৃণমূলের প্রতিনিধি দল। বাংলার ‘বঞ্চিতদের’ গুচ্ছ চিঠি ফাইলবন্দী করে কৃষিভবনে নিয়ে গিয়েও সেগুলি ফিরিয়ে আনতে হয়েছে রাজ্যে। এবার সেগুলি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে যাচ্ছেন অভিষেকরা।
মঙ্গলবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে রীতিমতো হেনস্তার মুখে পড়তে হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। মধ্যরাতে দিল্লিতে দাঁড়িয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এই হেনস্তার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার এক লক্ষ মানুষ নিয়ে রাজভবন অভিযান করবে তৃণমূল। কেন রাজভবন অভিযান? অভিষেক স্পষ্ট জানান, রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি। তাই কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তাঁর হাতেই বঞ্চিত মানুষের ৫০ লক্ষ চিঠি তুলে দেওয়া হবে। কিন্তু, তৃণমূলের রাজভবন অভিযানের আগেই উত্তরবঙ্গে পাড়ি দিলেন বোস৷