আড়ালে ‘নজরদারি’! গোপনীয়তা রক্ষায় রাজভবন থেকে পুলিশ হঠালেন রাজ্যপাল বোস

আড়ালে ‘নজরদারি’! গোপনীয়তা রক্ষায় রাজভবন থেকে পুলিশ হঠালেন রাজ্যপাল বোস

guv bos

কলকাতা: রাজ্য রাজনীতিতে নবান্ন-রাজভবন সংঘাত এক চেনা অধ্যায়৷ একাধিক ইস্যুতে বারবার সংঘাতে জড়িয়েছে দুই পক্ষ৷ রাজ্যের সাংবিধানিক এবং প্রশাসনিক প্রধানের সম্পর্ক বেশ তিক্ত৷ সম্প্রতি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপচার্য নিয়োগকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা৷ এরই মধ্যে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, রাজভবনের উপর নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ৷ সেই অভিযোগেই এবার রাজভবন থেকে পুলিশ হঠানোর সুপারিশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের রেসিডেন্সিয়াল কিংবা অফিসিয়াল চত্বরে থাকবে না কোনও উর্দিধারী। তার পরিবর্তে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন রাজ্যপালের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী অথবা সিআরপিএফ৷ (guv bose)

রাজভবনের তিনতলা থেকে অনেক আগেই কলকাতা পুলিশকে সরিয়ে দিয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে দোতলা এবং নিচতলার নিরাপত্তার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের হাতেই। তবে এবার সেখান থেকেও রাজ্য পুলিশকে সরাতে চাইছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে এই সুপারিশ করা হয়েছে। রাজ্যপালের অভিযোগ, পুলিশ রাজভবনে নজরদারি চালাচ্ছে। সেই নজরদারি রুখতেই এহেন পদক্ষেপ বোসের। রাজ্যপালের বর্তমান সুপারিশ মাফিক এবার থেকে শুধুমাত্র রাজভবনের প্রবেশপথ এবং বাগানের নিরাপত্তার দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ৷

জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন তীব্র সংঘাতে জড়িয়েছিল নবান্ন-রাজভবন৷ কখন চিঠি তো কখনও আবার টুইটে চলত বাকযুদ্ধ। ধনকড় জমানা শেষে সিভি আনন্দ বোস দায়িত্ব নেওয়ার পর তিক্ততা খানিক কমেছিল৷ বোস জমানার শুরুতে নবান্ন-রাজভবন সম্পর্কের খানিক উন্নতিও হয়েছিল৷ কিন্তু, কিছু দিন যেতেই ফের ছন্দপতন। একাধিক ইস্যুতে ফের চরমে উঠেছে সংঘাত। তারই মাঝে রাজ্যপালের এই সুপারিশ সংঘাতের আগুনে যে ঘি ঢালল তা বলাই বাহুল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + two =