কদম্বগাছিতে নির্দল প্রার্থীর উপর হামলা, মহিলা প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ

কদম্বগাছিতে নির্দল প্রার্থীর উপর হামলা, মহিলা প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ

5fe606685287020d42f960020fd56d3b

 বারাসত:  মনোনয়ন পর্ব থেকে যে অশান্তির সূত্রপাত হয়েছিল, পঞ্চায়েত ভোটের সকালে সেই ধারা অব্যাহত৷ জেলায় জেলায় হিংসার ছবি৷  মুর্শিদাবাদ, কোচবিহারে  একের পর এক খুন হচ্ছে। যদিও পুলিশের তরফে এখনও কোনও কিছু নিশ্চিত করা হয়নি। এরই মধ্যে জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার বারাসাত এক ব্লকের কদম্বগাছিতে এক নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন করা হয়েছে। এক মহিলা প্রার্থীকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। যদিও পরে জানা যায়, ওই নির্দল প্রার্থীক সমর্থক আহত৷

 

আবদুল্লা আলি নামে এক নির্দল প্রার্থীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে জানা যায়। বয়স ৪১ বছর৷ পরে জানা যায় তিনি গুরুতর আহত হয়েছেন৷ অভিযোগের আঙুল উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। মহিলা নির্দল প্রার্থী তাসলিমা বিবিকেও বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ সামনে এসেছে৷

জানা গিয়েছে, এই কেন্দ্রে স্থানীয় তৃণমূল প্রার্থী টিকিট পাওয়ার পর থেকেই ক্ষোভ তৈরি হয়। বিক্ষুব্ধ তৃণমূলকর্মী সমর্থকরা ৪১ ও ৪২ নম্বর বুথে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা সিদ্ধান্ত নেন। ওই নির্দল প্রার্থীর সমর্থনেই প্রচার চালাচ্ছিেন আবদুল্লা আলি। এই ঘটনাকে কেন্দ্র করেই অশান্তি তৈরি হয়। অভিযোগ, লাগাতার হুমকি আসছিল। ভোটের আগের দিন রাতে তাঁর উপর হামনলা চালানো হয়। বোমা-বন্দুক নিয়ে চলে আক্রমণ। গভীর রাতে তাঁকে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *