সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেল ‘গুমনামি’, সম্মানিত সোহিনী

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কঙ্গনা রানাওয়াত

নয়াদিল্লি: প্রকাশিত হল ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে যখন কার্যত উত্তেজনায় ফুটছে গোটা দেশের রাজনৈতিক মহল, তখন ন্যাশানাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যে নিতান্ত ব্রাত্য থাকবে না বাংলা, তা বলাই বাহুল্য। আর প্রত্যাশা মতোই এবারের জাতীয় পুরস্কার ছিনিয়ে এনেছে ২০১৯ সালে টলিউডের বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া ছবি গুমনামি।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত গুমনামি এবারের ৬৭ তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে পেয়েছে সেরা বাংলা ছবির পুরস্কার, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। সোমবার বিকেলে দিল্লিতে এই পুরস্কার ঘোষিত হয়। ২০১৯ সালের এই জাতীয় পুরস্কার তালিকা ঘোষিত হওয়ার কথা ছিল গত বছরের মে মাসেই, কিন্তু করোনা অতিমারীর কারণে তা পিছিয়ে গিয়েছিল। প্রায় বছর খানেক অপেক্ষার পর অবশেষে মিলল স্বীকৃতি।

৬৭ তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন এক বঙ্গ তনয়াও। সেরা চলচ্চিত্র সমালোচকের পুরস্কার প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছে সোহিনী চট্টোপাধ্যায়ের নাম। এছাড়া, শুধু সেরা বাংলা ছবিই নয়, সৃজিত মুখোপাধ্যায়ের গুমনামিকে দেওয়া হয়েছে সেরা স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ডও। সবমিলিয়ে জাতীয় পুরস্কারের সম্মানে প্রতি বারের মতো এবারেও বাংলা থেকে সম্মানিত হয়েছেন তারকারা।

ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডগুলি সাধারণত দিয়ে থাকেন রাষ্ট্রপতি। যদিও গতবার উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর হাত থেকে পুরস্কার পেয়েছিলেন বিজেতারা। এবারের জাতীয় পুরস্কারে অন্যতম বড় চমক কঙ্গনা রানাওয়াত। মনিকর্ণিকা এবং পাঙ্গা ছবির জন্য তিনি পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়া সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেছেন মনোজ বাজপেয়ী এবং ধনুশ। বলিউডে সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোড়ে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *