অতীতের সব রেকর্ড ব্রেক! ভোট মরশুমে সরকারের কোষাগারে ঢুকল ২ লক্ষ কোটিরও বেশি GST

অতীতের সব রেকর্ড ব্রেক! ভোট মরশুমে সরকারের কোষাগারে ঢুকল ২ লক্ষ কোটিরও বেশি GST

নয়াদিল্লি:  চলতি বছরের এপ্রিলে রেকর্ড ব্রেক জিএসটি (GST) আদায় করেছে সরকার। মে মাসের গোড়াতেই সেই তথ্য প্রকাশ আনল কেন্দ্র। নির্বাচনের মধ্যেই প্রথম অর্থবর্ষে জিএসটি সংগ্রহে সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। ২০২৪-এর এপ্রিল মাসে জিএসটি সংগ্রহ প্রথমবারের মতো ২ লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ১২ শতাংশের বেশি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, গত বছর এপ্রিলের তুলনায় চলতি বছর জিএসটি বাবদ কর আদায়ের পরিমাণ ১২.৪ শতাংশ বেড়েছে৷  ২০২৩-এর এপ্রিল মাসে জিএসটি সংগ্রহ হয়েছিল ১.৮৭ লক্ষ কোটির বেশি৷ সেই রেকর্ড ভেঙে গড়ল নয়া রেকর্ড গড়ল। টুইট করে সে কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জানালেন, এই বছর ২.১০ লক্ষ কোটি টাকা কর আদায় হওয়ায় ভেঙে গিয়েছে সেই রেকর্ড।

 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *