৪ বছর ধরে ওয়েটিং-এ! জনপ্রতিনিধিদের বার্তা দিয়ে টুইট গ্রুপ ডি ঐক্য মঞ্চের

৪ বছর ধরে ওয়েটিং-এ! জনপ্রতিনিধিদের বার্তা দিয়ে টুইট গ্রুপ ডি ঐক্য মঞ্চের

কলকাতা:  এ রাজ্যে চাকরি বড় বালাই৷ বারবার শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ এবার টুইট কর্মসূচি নিয়ে নিয়োগের আর্জি জানালেন গ্রুপ ডি’র প্রার্থীরা৷  জনপ্রতিনিধিদের কাছে নিজেদের বক্তব্য জানিয়ে টুইট করলেন তাঁরা৷ 

আরও পড়ুন- প্রায় ৩ হাজার শূন্যপদে কনস্টেবল নিয়োগ করবে BSF, জারি বিজ্ঞপ্তি, কী ভাবে আবেদন?

পশ্চিমবঙ্গ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েটিং চাকরিপ্রার্থীদের ঐক্য মঞ্চ জানায়, দীর্ঘ চার বথর ধরে তাঁরা নিয়োগের অপেক্ষায় রয়েছেন৷ মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে এ বিষয়ে বহুবার এই বিষয়টি জানানো হয়েছে। ২০১৫ সালে বিধানসভা ভোটের আগে ৬০ হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিব৷ প্রথম ধাপে ৬ হাজার শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকে তাঁর আজও অপেক্ষামান৷  শুধু তাই নয় তাঁর বঞ্চনার শিকার হয়েছেন বলেও অভিযোগ। 

ঐক্য মঞ্চের বক্তব্য, ‘‘আমরা আমাদের প্রাপ্ত ব়্যাঙ্ক  কিংবা নম্বর কিছুই জানতে পারলাম না। অস্বচ্ছতায় ভরা একটা তালিকা প্রকাশ করা হয়েছিল। এমনকী বিজ্ঞপ্তি অনুযায়ী ৬০০০ শূন্যপদ পূরণ না করে ৫৪২২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়৷ বাকি শূন্যপদ ক্যাটাগরি ভিত্তিক যে ভাবে নেওয়ার বিজ্ঞপ্তি ছিল তাতে মান্যতা দেওয়া হয়নি৷ পরবর্তীকালে কয়েক জনকে  নিয়োগ করা হলেও, কাদের নেওয়া হয়েছে, কতজন নেওয়া হয়েছে, সে বিষয়ে আমরা সম্পূর্ণ অন্ধকারে।’’

তাঁদের কথায়, বারবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও ফল হয়নি৷ বহু দফতর এমনকী কালিঘাটেও তাঁরা গিয়েছে৷ কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধান হয়নি। তাঁরা জানান, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায়ের চেষ্টা করলেও, তিনবার গ্রেফতার হয়েছেন তাঁরা৷ এমতাবস্থায়, তাঁরা গত প্রায় চার মাস ধরে ট্যুইট কর্মসূচি পালন করে আসছে৷ আজ একটা বিশেষ পদক্ষেপ করা হয়েছে৷ নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে  অসহায়তার বার্তা জানিয়ে ট্যুইট কর্মসূচি নিয়েছে ঐক্য মঞ্চ৷ 

তাঁদের প্রশ্ন, ‘‘আমাদের অপরাধ কি?’’ তাঁধের কথায়, ‘‘ আমরা অসহায় গরীব পরিবারের সন্তান। একটা বহু প্রতীক্ষিত চাকরির দোরগোড়ায় এসেও চরমভাবে অবহেলিত হতে হচ্ছে।’’ তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 8 =