নববধূর পা ছুঁয়ে নতুন জীবনের পথ চলা শুরু, মন জিতে নিলেন স্বামী

নববধূর পা ছুঁয়ে নতুন জীবনের পথ চলা শুরু, মন জিতে নিলেন স্বামী

নয়াদিল্লি: কিছু ঘটনা হৃদয় ছুঁয়ে যায়৷ স্মরণীয় হয়ে থাকে স্মৃতির পাতায়৷ এই ঘটনাটিও তেমনই৷ নববিবাহিত দম্পতির প্রেমের উষ্ণতায় বিগলিত নেটদুনিয়া৷ ভালোবাসার স্রোতে প্রথা ভেঙে মন জিতে নিলেন স্বামী৷ নতুন জীবন শুরু করলেন স্ত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায়৷ 

আরও পড়ুন- মোদীর জন্মদিনেই রেকর্ড টিকাকরণ, দুপুরের মধ্যেই ১ কোটি পার

সাধারণত বিয়ে সম্পন্ন হওয়ার পর স্বামীর পা ছুঁয়ে প্রণাম করেন স্ত্রী৷ হিন্দু মতে এটাই দস্তুর৷ তবে সেই নিয়মের উল্টো স্রোতে গা ভাসালেন পীযূষ নামের একট যুবক৷ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ভিডিয়ো আপলোডও করেছেন তিনি৷ যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে৷ ৪০ লক্ষ ভিউ হয়েছে৷ লাইক পড়েছে ২০ লক্ষ৷ কিন্তু বিয়ের পর এমন কী করলেন পীযূষ? সেটাই এবার বলব…

আরও পড়ুন- একদিনে দৈনিক আক্রান্ত বাড়ল ৪ হাজার! দেশের মোট টিকাপ্রাপ্ত ৭৭ কোটি

নেট পাড়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, বিয়ের পর স্বামীকে মাথা নত করে প্রণাম করতে যাচ্ছেন নববধূ৷ কিন্তু স্ত্রীর প্রণাম গ্রহণ করলেন না পীযূষ৷ স্ত্রীর হাত ধরে তাঁকে থামিয়ে দেন তিনি৷ এর পর নিজেই স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে যান পীযূষ৷ এদিকে স্বামীর এই কাণ্ড দেখে লাফিয়ে পিছন দেখে সরে যান নববধূ৷ কিন্তু ততক্ষণে স্বামীর প্রণাম সাড়া৷   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + nine =