এক মঞ্চে গ্রেটা-মালালা, তুললেন ঝড়! তোলপাড় নেট দুনিয়া

এক মঞ্চে গ্রেটা-মালালা, তুললেন ঝড়! তোলপাড় নেট দুনিয়া

0e9eda8ed73f5d44f33f46e2b7ce521c

নয়াদিল্লি: সুইডেনর কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দেখা করলেন পাকিস্তানের মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই৷ মালালার সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করলেন ১৭ বছর বয়সী পরিবেশকর্মী গ্রেটা৷ মুহূর্তেই মধ্যেই পোস্টর ভাইরাল৷ নেটপাড়ায় ছড়িয়েছে শোরগোল৷

b3e4a3015dd6d40bdbad3611c719dbff

মালালার সঙ্গে ছবি পোস্ট করে আবেগপ্রবণ গ্রেটা লেখেন, তাঁর জীবনের রোল মডেল মালালার দর্শন পেয়ে আপ্লুত৷  যুক্তরাষ্ট্রের একটি স্কুলের সভায় অংশ গ্রহণ করতে সেখানে উপস্থিত হয়েছিলেন কিশোরী গ্রেটা৷ সেখানেই মালালার সঙ্গে দেখা৷ সবচেয়ে কম বয়সে শান্তির নোবেল জয়ী মালালা ইউস্যুফ বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠরত৷ এই দুই বিদুষী নারী একে অন্যের প্রতি পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য প্রদর্শন করেন৷ সভা থেকে পরিবেশ ও নারী শিক্ষা, বিশ্ব শান্তির প্রসঙ্গ তুলে ঝড় তোলেন মালাল ও গ্রেটা৷