gpay
কলকাতা: অনলাইন লেনদেনের ক্ষেত্রে যুগান্তকারী বদল ঘটিয়েছে ইউপিআই সিস্টেম। গুগল পে, ফোন পে, পেটিএম- এর মাধ্যমে লাখ লাখ টাকার লেনদেন হচ্ছে। তাই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্দেশে নয়া নিয়মও চালু করা হতে পারে৷ বিভিন্ন রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, কোনও ইউপিআই ইউজার বা ব্যবসায়ী এই ধরনের অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা লেনদেন করেন, তাহলে সংশ্লিষ্ট উপভোক্তাকে ফোন করে বা এসএমএসের মাধ্যমে অ্যালার্ট পাঠানো হবে।ভেরিফিকেশনের পরই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে।
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ছাড়াও, Paytm, Phone-Pay এবং Google-Pay-এর মতো পেমেন্ট-এর সুবিধা দেওয়া সমস্ত ব্যাঙ্ক এবং অ্যাপ সংস্থাগুলোর কাছে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যে সকল গ্রাহক দীর্ঘদিন তাঁদের ইউপিআই অ্যাকাউন্ট ব্যবহার করেননি, তাঁদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার কথাও বলা হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ পড়ে থাকা অ্যাকাউন্ট ভেরিফিকেশন না হলে তা বন্ধ হয়ে যাবে৷ এক্ষেত্রে গ্রাহকদের নতুন করে KYC করতে হবে। তাঁদের অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর ফের যাচাই করা হবে।