ডিএ-র পর এবার পদোন্নতির বড় সুযোগ সরকারি কর্মচারীদের কাছে, তৈরি নতুন পদ

ডিএ-র পর এবার পদোন্নতির বড় সুযোগ সরকারি কর্মচারীদের কাছে, তৈরি নতুন পদ

Major Promotion

কলকাতা: দিন কয়েক আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার পদোন্নতির হাতছানি৷ রাজ্য় সরকারের অধীনস্ত সচিবালয়ের কর্মীদের জন্য সুখবর। অতিরিক্ত পদ তৈরি করছে রাজ্য সরকার৷ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৯২টি পদ তৈরি করা হচ্ছে। তার মধ্য়ে সহ সচিবের পদ ৩৮টি৷ উপ সচিব হিসাবে থাকছে আরও ৩৬টি পদ৷ যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের জন্যেও নতুন ১০টি পদ তৈরি করা হচ্ছে। উক্ত পদগুলিতে পদোন্নতির সুযোগ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। 

রাজ্য় সরকারি কর্মীদের মধ্য়ে যারা সচিবালয়ে কর্মরত, তাঁদের জন্যেই থাকছে প্রমোশনের সুযোগ৷ এতদিন ধরে প্রমোশন নিয়ে যাঁদের অভিযোগ ছিল, তাঁদের সমস্যার সমাধান হতে চলেছে৷ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি’র মাধ্য়মে নিযুক্ত কোনও কর্মচারীরা এবার অতিরিক্ত সচিব পদমর্যাদা পেতে পারবেন। প্রমোশন না হওয়া কিংবা উঁচু পদে যাওয়া যায় না বলে যে অভিযোগ ছিল তা কিছুটা হলেও মিটবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *