পুজোর আগেই রাজ্যে প্যারা টিচার ও আংশিক সময়ের শিক্ষক নিয়োগ, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

পুজোর আগেই রাজ্যে প্যারা টিচার ও আংশিক সময়ের শিক্ষক নিয়োগ, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

recruit

কলকাতা: দুর্গাপুজোর আগেই কয়েকশো শিক্ষক নিয়োগ৷ সিদ্ধান্তে সিলমোহর রাজ্য মন্ত্রিসভার৷ ফলে পুজোর আগেই রাজ্যে বিপুল কর্মসংস্থান তৈরি হতে চলেছে। ১২ হাজার কনস্টেবলের পাশপাশি প্রচুর প্যারা টিচার এবং আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

পায়ে চোট থাকায় নবান্নে যেতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই বৃহস্পতিবার তাঁর কালীঘাটের বাড়িতেই বসেছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানেই ঠিক হয়, দুর্গাপুজোর আগেই কয়েকশো শিক্ষক নিয়োগ করা হবে। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে এ কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘‘উর্দু মাধ্যম বিদ্যালয়গুলি তাদের জন্য পার্ট টাইম ও প্যারা টিচার চেয়েছিলেন। চাহিদা অনুযায়ী কন্ট্রাকচুয়াল ও পার্ট টাইম, প্যারা টিচারের পদ তৈরি করার প্রস্তাব আজকের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’’ 

যদিও কতগুলি পদে নিয়োগ হবে তা পরে জানানো হবে। মাদ্রাসার পাশাপাশি নিয়োগ হবে ১৯৮টি রাজবংশী স্কুলেও। হেড মাস্টার রিক্রুটমেন্ট বিলের মাধ্যমেও নতুন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এদিন শিক্ষামন্ত্রী জানান, কতজন শিক্ষক নিয়োগ করা হবে, তা উর্দু অ্যাকাডেমির সঙ্গে আলোচনার পরেই জানানো হবে। তবে ১৯৮টি রাজবংশী স্কুলের জন্য ৩৯৪ জন পার্শ্বশিক্ষক এবং ৩৮৫ জন শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে৷ 

প্রত্যেকটি আঞ্চলিক ভাষা, যেমন নেপালি, রাজবংশী, কামতাপুরি, সাঁওতালি ভাষার প্রচার এবং প্রসারের জন্য শিক্ষার অধিকার আইনে শিক্ষা দফতরে নতুন একটি শাখা তৈরি হয়েছে বলেও জানান ব্রাত্য বসু৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + four =