Legal Advice
কলকাতা: সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধের প্রেক্ষিতে টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন নিগমকে। এমনই নির্দেশ দিয়েছে তিন সদস্যের সালিশি আদালত (আরবিট্রাল ট্রাইব্যুনাল)৷ সেই নির্দেশকে কি চ্যালেঞ্জ জানাবে রাজ্য সরকার? রাজ্য প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই এ বিষয়ে আইনি পরামর্শ নেওয়া শুরু হয়েছে৷ রাজ্য প্রশাসনের একাধিক শীর্ষ আমলা মঙ্গলবার থেকেই আইনজীবীদের পরামর্শ নেওয়া শুরু করেছেন। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার হাই কোর্টে মামলা করবে, না কি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, তা এখনও স্পষ্ট ন৷ সে বিষয়ে আলোচনা চলছে বলেই সূত্রের খবর।
আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সালিশি আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ বা সর্বোচ্চ আদালতে আবেদন করা যেতেই পারে। কিন্তু আবেদন করার জন্য আগে রাজ্য সরকারকে মোট প্রদেয় অর্থের ৫০ শতাংশ জমা দিতে হবে। সেই অঙ্কটা কিন্তু মোটেও কম নয়। এখানে আরও একটি বিষয় রয়েছে৷ সালিশি আদালতের রায় বিচারবিভাগীয় আদালত নাচক করে দিয়েছে, এমনটা সচরাচর হয় না। ফলে রায় বদলের সম্ভাবনা ক্ষীণ বলেই মত আইনজ্ঞদের একাংশের।