মুম্বই: ফের স্বল্প সঞ্চয়ে সুদের হার কমাল কেন্দ্র৷ পিপিএফ, এনএসএস, কেভিপি ও প্রবীণদের সেভিংস স্কিমে সুদ কমাল কেন্দ্র৷
এতদিন PPF-এ সুদ ছিল ৭.১ শতাংশ, এখন হল ৬.৪ শতাংশ৷ NSS-এ এদিন সুদ ছিল ৬.৮ শতাংশ৷ এখন তা কমে হয়েছে ৫.৯ শতাংশ৷ সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদ ছিল ৪ শতাংশ৷ এখন করা হল ৩.৫ শতাংশ৷ ১ বছরে ত্রৈমাসিক সুদ ছিল ৫.৫, এখন হল ৪.৪ শতাংশ৷ ২ বছরে ত্রৈমাসিক সুদ ছিল ৫.৫, এখন মাত্র ৫ শতাংশ৷ ৩ বছরে ত্রৈমাসিক সুদ ছিল ৫.৫ শতাংশ, এখন হল ৫.১ শতাংশ৷ ৫ বছরে ত্রৈমাসিক সুদ ছিল ৬.৭ শতাংশ, এখন তা মাত্র ৫.৮ শতাংশ৷
সেভিংস ডিপোজিটের পাশাপাশি রেকারিং ডিপোজিটে সুদের হারে কোপ বসেছে৷ রেকারিং ডিপোজিটে ৫ বছরের মেয়াদে ত্রৈমাসিক সুদ ছিল ৫.৮ শতাংশ, এখন তা করা হচ্ছে ৫.৩ শতাংশ৷ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সুদ ছিল ৭.৪ শতাংশ, হল ৬.৫ শতাংশ৷ মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিমে সুদ ছিল ৬.৬ শতাংশ, এখন তা কমে হয়েছে মাত্র ৫.৭ শতাংশ৷ KVP স্কিমে সুদ ছিল ৬.৯ শতাংশ, হল ৬.২ শতাংশ৷ সুকন্যা সমৃদ্ধি স্কিমে সুদ ছিল ৭.৬, এখন হল ৬.৯ শতাংশ৷