মণিপুরের বিতর্কিত ভিডিয়ো সরাও, টুইটার সহ-সোশ্যাল মিডিয়াকে সতর্ক করল কেন্দ্র

মণিপুরের বিতর্কিত ভিডিয়ো সরাও, টুইটার সহ-সোশ্যাল মিডিয়াকে সতর্ক করল কেন্দ্র

 নয়াদিল্লি: মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় গোটা দেশ৷ এদিকে আজ থেকে সংসদে শুরু বাদল অধিবেশন। সকাল থেকেই মণিপুর ইস্যুতে পরপর মুলতুবি প্রস্তাব পেশ করবেন বিরোধীরা৷ এই আবহে  মণিপুরের ওই ভিডিয়ো সরানোর জন্য টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ দিল কেন্দ্র। সংবাদ সংস্থা এএনআই সূত্রে তেমটাই খবর। সরকারের বক্তব্য, বিষয়টি তদন্তাধীন। তাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ভারতীয় আইন মেনে চলতে হবে। এই নিয়ে টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপও করতে পারে কেন্দ্র।

জানা গিয়েছে, এই ঘটনাটি ইম্ফল থেকে প্রায় ৩৫ কিমি দূরে কাংপোকপি জেলার। একদল ব্যক্তি দুই মহিলাকে জোর করে নগ্ন করে ওই অবস্থায় রাস্তায় হাঁটতে বাধ্য করে। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরামের বিবৃতি অনুযায়ী, নিগৃহীত ওই দুই মহিলা কুকি সম্প্রদায়ের। ওই দুই মহিলা কাতরভাবে সাহায্যের আর্জি জানাচ্ছিলেন। তবে কেউ এগিয়ে আসেননি। যদিও পুলিশের দাবি, ঘটনাটি অন্য জেলায় ঘটেছে। এফআইআর দায়ের করা হয়েছে কাংপোকপি জেলা থেকে।

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, এই ভিডিয়োটি আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, এমনটা আন্দাজ করতেই টুইটারের আগাম পদক্ষেপ করা উচিত ছিল। কিন্তু তারা সেটি না করে ওই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে ‘সাহায্য’ করেছে৷ এই ঘটনায় প্রশাসনের সঙ্গে ‘অসহযোগিতা’ করা হয়েছে বলে মনে করছে কেন্দ্র। সেই সঙ্গে টুইটার দেশের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইন ভেঙেছে বলেও মনে করছে সরকার। এই অবস্থায় কেন্দ্রের তথ্যপ্রযুক্তি মন্ত্রক টুইটার এবং অন্য সমাজমাধ্যমগুলির সঙ্গে সমন্বয় রেখে ভিডিয়োটি ছড়িয়ে পড়া রুখতে উদ্যত হয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − sixteen =