দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা জারির সম্ভাবনা নেই, জানাল পিআইবি

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য আগামী ২১ দিন লক ডাউন জারি থাকবে গোটা দেশে। মঙ্গলবার রাত থেকেই জারি হয়েছে সেই নির্দেশ। যদিও কাল পর্যন্ত বিশেষজ্ঞদের একাংশ মনে করছিলেন, করোনা পরিস্থিতি প্রভাব ফেলেছে দেশের অর্থনীতির ওপর। এই অবস্থায় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যমে সেই খবর দেখা গেলেও বাস্তবে সেরকম কিছু হচ্ছে না বলেই জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। ফ্যাক্ট চেক করার পরই তাদের তরফে জানানো হয়েছে এই কথা।

নয়াদিল্লি: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য আগামী ২১ দিন লক ডাউন জারি থাকবে গোটা দেশে। মঙ্গলবার রাত থেকেই জারি হয়েছে সেই নির্দেশ। যদিও কাল পর্যন্ত বিশেষজ্ঞদের একাংশ মনে করছিলেন, করোনা পরিস্থিতি প্রভাব ফেলেছে দেশের অর্থনীতির ওপর। এই অবস্থায় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন প্রধানমন্ত্রী। সংবাদমাধ্যমে সেই খবর দেখা গেলেও বাস্তবে সেরকম কিছু হচ্ছে না বলেই জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। ফ্যাক্ট চেক করার পরই তাদের তরফে জানানো হয়েছে এই কথা।

করোনা পরিস্থিতি ভয়াবহ সঙ্কটের মধ্যে ফেলছে গোটা বিশ্বকে। এরই মধ্যে ২১ দিনের লক ডাউনের ঘোষণা নিঃসন্দেহে সেই সঙ্কট আরও বাড়িয়ে তুলবে। কিন্তু এই পরিস্থিতিতে অন্য কোনও উপায় নেই। করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে ঘরবন্দি হওয়া দরকার। এই পরিস্থিতিতেই কানাঘুষো শোনা যাচ্ছিল অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে। তা যে ভুয়ো, জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। মঙ্গলবার দুপুর নাগাদ পিআইবি ফ্যাক্ট চেকের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, 'কোভিড ১৯ ভাইরাসের জেরে দেশের অর্থনীতির যে বেহাল দশা, তার জন্যই কেন্দ্র সরকার গোটা দেশে অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা করতে পারে। কিন্তু এই মুহূর্তে এরকম কোনও খবর নেই। এটি একটি ভুয়ো খবর।' সুতরাং অহেতুক আতঙ্ক ছড়ানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।