করোনা সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দেবে কেন্দ্রের WhatsApp চ্যাটবোট

করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীর উদ্দেশ্যে বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্যমন্ত্রকের তরফেও জারি হয়েছে একাধিক নির্দেশ। এই পরিস্থিতিতেও হু-হু করে বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার হোয়াটসঅ্যাপ চ্যাটবোট চালু করল স্বাস্থ্যমন্ত্রক। করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য এখন পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যাটবোটের মাধ্যমেই। জেনে নিন, তার জন্য কী করতে হবে আপনাকে।

নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীর উদ্দেশ্যে বৃহস্পতিবার সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাস্থ্যমন্ত্রকের তরফেও জারি হয়েছে একাধিক নির্দেশ। এই পরিস্থিতিতেও হু-হু করে বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার হোয়াটসঅ্যাপ চ্যাটবোট চালু করল স্বাস্থ্যমন্ত্রক। করোনা সংক্রান্ত যাবতীয় তথ্য এখন পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যাটবোটের মাধ্যমেই। জেনে নিন, তার জন্য কী করতে হবে আপনাকে।

'মাই গভ করোনা হেল্পডেস্ক' নামে তৈরি হয়েছে চ্যাটবোট। (+91) 90131 51515 নম্বর মোবাইলে সেভ করেই এই পরিষেবা পেতে পারেন আপনিও। ভারত সরকারের এই চ্যাটবোটে করোনা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতে পারবে জনসাধারণ। দেওয়া হবে তার উত্তরও। সতর্কতা সংক্রান্ত প্রশ্ন ছাড়াও কোনও খবরের সত্যতাও যাচাই করার সুযোগ থাকবে বলে সংবাদসূত্রে প্রকাশ। সোশ্যাল মিডিয়ার যুগে ভুয়ো খবরের বাড়বাড়ন্ত বিষয়ে অভিযোগ তোলেন অনেকেই। করোনা মোকাবিলায়ও সরকারের তরফে এই বিষয়ে করা হয়েছে পদক্ষেপ। এমনকী, ফেসবুক, ইউটিউবও তাদের তরফে করোনা সংক্রান্ত ভুয়ো খবরে বিশেষ নজরদারি চালাবে বলে জানিয়েছিল। এই পরিস্থিতিতে ভারত সরকারের তৈরি 'মাই গভ করোনা হেল্পডেস্ক' বিশেষ সহায়ক হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। 

চীনে করোনা আক্রান্তের সংখ্যা লাগামে এলেও বিশ্বে করোনা আতঙ্ক বেড়েই চলেছে।  এদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই রাজ্যে এখনও পর্যন্ত ২ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার জরুরি বৈঠকের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঘোষণা করেছিলেন রাজ্যের সব হাসপাতালগুলি নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 2 =