Short-Term
কলকাতা: রাজ্যের তরুণ প্রজন্মের কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল নবান্ন। চিকিৎসা পরিষেবার বিভিন্ন ক্ষেত্রে সহকারী হিসেবে কার্যনির্বাহের জন্য স্বল্প সময়ের কোর্স চালু করতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, মোট ১৫টি বিষয়ে শর্ট কোর্স চালু করা হবে। উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে তরুণ তরুণীদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এটি তারই একটি অংশ।
ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নথিভুক্ত সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে উপযুক্ত পরিকাঠামো থাকলেই এই কোর্স করানো যাবে। যেসব প্রতিষ্ঠানে মেডিক্যাল, নার্সিং এবং চিকিৎসা সংক্রান্ত অন্যান্য কোর্স করানো হয়, সেই সব প্রতিষ্ঠানে শর্ট কোর্স করানোর উপর জোর দেওয়া হবে। সবকিছু খতিয়ে দেখার পর অনুমোদন দেবে স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভলপমেন্ট।
জানা গিয়েছে, যে ১৫টি কোর্স পড়ানো হবে, তার মধ্যে কিছু কোর্সের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক। তবে কিছু কোর্সের জন্য কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।