ক্লাবগুলিকে আর আর্থিক অনুদান নয়, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

ক্লাবগুলিকে আর আর্থিক অনুদান নয়, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

State Government

কলকাতা:  রাজ্যের ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেওয়া নিয়ে বহুবার বিতর্ক হয়েছে৷ বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ এবার বড় পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷ জানানো হল, রাজ্যের ক্লাব সংগঠনগুলিক ‘পরিকাঠামো উন্নয়নের জন্য’ আর কোনও সরকারি অর্থ দেওয়া হবে না৷ নবান্ন সূত্রে খবর, কয়েক বছর ধরে সরকারের তরফে যে টাকা দেওয়া হয়েছিল, তা কোন কোন খাতে ব্যবহার করা হয়েছে, সেই হিসাব দিতে পারেনি বহু ক্লাব৷ সেই কারণেই এই সিদ্ধান্ত। (State Government)

নবান্ন যখন ক্লাবগুলিকে আর্থিক অনুদান বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে, ঘটনাচক্রে সেই সময়েই দুর্গাপুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের দেওয়া অনুদান নিয়ে তির্যক মন্তব্য করতে শোনা গিয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহাকে৷ তমলুকের এক পুজো কমিটির করা মামলার শুনানি চলাকালীন শুক্রবার বিচারপতি সিনহা বলেন, ‘‘আমি অনেক মামলা শুনেছি, যেখানে মানুষ বেতন পাচ্ছেন না, চাকরি পাচ্ছেন না, পেনশন পাচ্ছে না। আর পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে!’’  যদিও নবান্ন সূত্রে খবর, ক্লাবে টাকা বন্ধ করার সঙ্গে বিচারপতির এই পর্যবেক্ষণের কোনও সম্পর্ক নেই। 

২০১১ সালে ক্ষমতায় আসে তৃণমূল সরকার৷ এর পরের বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলির পরিকাঠামোর উন্নতির জন্য আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। বাছাই করা ক্লাবগুলি প্রথম বছরে এককালীন ২ লক্ষ টাকা এবং পরবর্তী ৩ বছর ১ লক্ষ করে মোট পাঁচ লক্ষ টাকা পেত। তবে কোভিডকালে  ২০২০ সাল থেকেই এই প্রকল্পে অর্থ বরাদ্দ স্থগিত রাখা হয়। সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়, এবার থেকে আর এই অনুদান দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 14 =