কলকাতা: ডাক্তারি পরীক্ষায় চলছে গণ-টোকাটুকি৷ হবু ডাক্তাররা বিভিন্ন পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করছেন৷ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে৷ এমন অভিযোগ জানিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন অভিজ্ঞ সরকারি চিকিৎসকদের একটি বড় অংশ। চিকিৎসকদের এই অভিযোগ শোরগোল পড়েছে৷
তাঁদের দাবি, এই বিষয়ে অবিলম্বে তদন্ত শুরু করা হোক। অভিযোগকারীরা মূলত বামপন্থী সরকারি চিকিৎসক বলে জানা গিয়েছে। তবে তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠনের অনেকেই তাঁদের বক্তব্যকে সমর্থন জানিয়েছেন৷
ঠিক কী লেখা হয়েছে চিঠিতে? রাজ্যপালকে লেখা চিঠিতে বলা হয়েছে, ডাক্তারি পরীক্ষায় ব্যাপক হারে টোকাটুকি করেছেন হবু চিকিৎসকরা। এই বিষয়ে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। তাই এই চিঠি লিখতে বাধ্য হয়েছেন তাঁরা৷ এখন টুকে করছে এমবিবিএস পরীক্ষায় পাশ করছেন পরীক্ষার্থীরা। এই বিষয়ে তাঁরা রাজ্যপালের হস্তক্ষেপ চান। কারণ, ডাক্তারি আর পাঁচটা কাজের থেকে আলাদা।
রাজ্যপালকে চিঠিতে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রাজ্যে মেডিক্যাল শিক্ষার বড় ক্ষতি হয়ে গিয়েছে। বেশিরভাগ পরীক্ষার কেন্দ্রে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় অবজার্ভার বা পরিদর্শক পাঠাচ্ছে না। এমনকী সিসিটিভিও বন্ধ রাখা হচ্ছে।’ সুতরাং পরীক্ষা কেমন হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে, দাবি চিকিৎসকদের।
গণ–টোকাটুকির অভিযোগ তুলে ৮ জুন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে চিঠি দেন ‘অ্যাসোসিয়েশন অফ হেল্থ সার্ভিস ডক্টর্স’–এর সরকারি চিকিৎসকরা। আর তারপর তাঁরা রাজ্যপালকে চিঠি দেন।