নিয়োগ দুর্নীতির মাঝেই ৬,৮৬১ নয়া পদ, চাকরি পাবেন ওয়েটিং লিস্টের শিক্ষক-অশিক্ষক প্রার্থীরা

নিয়োগ দুর্নীতির মাঝেই ৬,৮৬১ নয়া পদ, চাকরি পাবেন ওয়েটিং লিস্টের শিক্ষক-অশিক্ষক প্রার্থীরা

920138826720a3d2ae24aca7e33d83ac

কলকাতা: একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় মুখ পুড়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর৷ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট৷ এরই মধ্যে স্কুলে ৬,৮৬১ টি নয়া পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। কমিশনের প্যানেলে ওয়েটিং লিস্টে (শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ) থাকা প্রার্থীদের এই সকল পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- স্বচ্ছ নিয়োগের দাবিতে ফের আন্দোলন শহরে, সাময়িক উত্তপ্ত রাজপথ

বৃহস্পতিবার রাজ্য স্কুল দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশন স্কুলে শিক্ষক ও অশিক্ষক পদে কর্মী নিয়োগের জন্য অতিরিক্ত পদ তৈরি করেছে। ৬,৮৬১ টি নয়া পদ তৈরির প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। কোন ক্ষেত্রে কতগুলি শূন্যপদ তৈরি করা হয়েছে, বিজ্ঞপ্তিতে সে বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে- 

১) নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য ১,৯৩২ টি নতুন আসন তৈরি করা হয়েছে।
২) একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকের জন্য ২৪৭ টি নয়া পদ তৈরি হয়েছে।
৩) স্কুলে গ্রুপ ‘সি’ কর্মী নিয়োগ করা হবে ১,১০২ জনকে৷ 
৪) গ্রুপ ‘ডি’ পদের জন্য তৈরি হয়েছে  ১,৯৮০ টি নয়া পদ৷ 
৫) কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার সহকারী শিক্ষকের জন্য মোট ১,৬০০ টি নতুন পদ তৈরি করা হয়েছে। ৭৫০ টি পদ তৈরি করা হয়েছে কর্মশিক্ষার জন্য। শারীরশিক্ষার ক্ষেত্রে ৮৫০ টি নয়া পদের প্রস্তাব দেওয়া হয়েছিল৷ তাতে সম্মতি জানিয়েছে রাজ্য মন্ত্রিসভা।