govinda
মুম্বই: দেশ জুড়ে প্রায় ১ হাজার কোটি টাকার আর্থিক প্রতারণা! শুধু দেশেই নয়, ভারতের বাইরেও জাল বিস্তার করছিল এই চিটফান্ড চক্র। সেই মামলাতেই এবার জিজ্ঞাসাবাদের মুখে বলিউড তারকা গোবিন্দা৷ এক হাজার কোটি টাকার অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়াল তাঁর। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’কে জিজ্ঞাসাবাদ করবে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা।
সোলার টেকনো অ্যালায়েন্স নামের একটি সংস্থা ক্রিপ্টো কারেন্সির আড়ালে দেশে দুনীর্তির জাল বিস্তার করেছে। দেশের বাইরেও অনলাইনে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের টোপ দিয়ে রীতিমতো পিরামিডের আকারে পনজি স্ক্যামের জাল বুনেছে তারা৷ ওই কোম্পানির হয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপন করেছিলেন গোবিন্দা। সেই সূত্রেই ‘কুলি নম্বার ওয়ান’-এর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই প্রতারক সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন৷
এই মামলায় খুব শীঘ্রই গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন, ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার আধিকারিক জে এন পঙ্কজ৷ মুম্বইতে গিয়ে গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ আধিকারিকদের একটি টিম। গত জুলাই মাসে সোলার টেকনো অ্যালায়েন্সের একটি অনুষ্ঠানে যোগ দিতে গোয়ায় গিয়েছিলেন অভিনেতা। যদিও ওই আধিকারিক স্পষ্ট করে দিয়েছেন যে, ‘‘তদন্তের স্বার্থেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দা এই ঘটনায় অভিযুক্ত নন৷ তিনি সন্দেহভাজনও নন। তদন্তে যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দা বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তাহলে তাঁকে সাক্ষী হিসাবে পেশ করা হবে।’’