‘যে রাজনীতিকরা রিমোট চালিয়ে হিংসায় উস্কানি দিচ্ছে..’ কলকাতায় পৌঁছেই কড়া বার্তা রাজ্যপালের

‘যে রাজনীতিকরা রিমোট চালিয়ে হিংসায় উস্কানি দিচ্ছে..’ কলকাতায় পৌঁছেই কড়া বার্তা রাজ্যপালের

 কলকাতা:  পঞ্চায়েত ভোট শেষ হতেই দিল্লি ছুটেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে৷ দিল্লি সফর সেরে আজ সকালই কলকাতায় ফেরেন রাজ্যপাল। বিমানবন্দর থেকে বেরিয়েই ভোট সন্ত্রাসের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানান তিনি। সেই সঙ্গে ‘রিমোট কন্ট্রোল’ ধরে থাকা রাজনীতিকদের বিরুদ্ধে পদক্ষেপের বার্তাও দেন বোস। গণনার দিনও রাজ্যপাল বিভিন্ন জায়গায় পরিদর্শনে যেতে পারেন বলে দাবি করা হচ্ছে বিভিন্ন রিপোর্টে। 

মঙ্গলবার বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘বাংলায় বেড়ে চলা হিংসার বিরুদ্ধে নিরলস লড়াই চলবে। গুন্ডা ও দুষ্কৃতীদের বিরুদ্ধে সমস্ত কর্তৃপক্ষের শক্তিশালী হাত উঠবে… যারা হিংসা ছড়াচ্ছে এবং কন্ট্রোল রুমে বসে যে রাজনীতিকরা রিমোট চালিয়ে হিংসায় উস্কানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অল-আউট অ্যাকশন নেওয়া হবে।’’ বোসের কড়া বার্তা, প্রশাসন কড়া হাতে এই হিংসা প্রতিহত করবে।’’ তিনি আরও বলেন, প্রতিটি সন্ন্যাসীর অতীত রয়েছে, প্রতি পাপীর ভবিষ্যৎ রয়েছে। আজ যারা বাজে কাজ করছেন, ভবিষ্যতে তারাই হয়তো ভালো কাজ করবেন। আজকের হিংসা ভবিষ্যতের প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলাকে নিরাপদ জায়গায় পরিণত করে তুলব।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fourteen =