‘তৃণমূল নেতাদেরও দিল্লি আসতে হবে’, হুমকি BJP MP-র, টুইটে সরব রাজ্যপাল

‘তৃণমূল নেতাদেরও দিল্লি আসতে হবে’, হুমকি BJP MP-র, টুইটে সরব রাজ্যপাল

কলকাতা: একুশের বিধানসভা ভোটে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস৷ আগামীকাল তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু ভোট পর্ব মিটতেই রাজ্যজুড়ে বেড়ে চলছে ভোট পরবর্তী সন্ত্রাস৷ বিভিন্ন জায়গায় বিরোধীদের পার্টি অফিস ভাঙচুর থেকে, ব্যক্তিগত স্তরে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ রাজ্যের এই পরিস্থিতিতে টুইটে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকর৷ অন্যদিকে টুইটে সুর চড়ালেন বিজেপি সাংসদ পরভেজ সাহিব সিং৷

আরও পড়ুন- পায়েল, শ্রাবন্তীদের টিকিট দিয়েছিল কে? ‘নগরীর নটীদের’ তুলোধনা তথাগতর

এদিন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনারকে ট্যাগ করে টুইট করেন রাজ্যরাল জগদীপ ধনকর৷ তিনি লেখেন, ‘‘অকারণ রাজনৈতিক হিংসা, গুণ্ডামি, লুঠপাট, খুনের ঘটনা বন্ধ হোক৷ এটা গণতন্ত্রের লজ্জা৷ প্রবাসী বাঙালিরা আইনশৃঙ্খলার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ শুধু বাংলাতেই নির্বাচন পরবর্তী হিংসা কেন? গণতন্ত্রের উপর এই আঘাত কেন?’’ অন্যদিকে রীতিমতো হুমকির সুরে টুইট করে বিজেপি সাংসদ পরভেজ সাহিব সিং বলেন, ‘‘নির্বাচনে জিতেই তৃণমূলের গুণ্ডারা আবার আমাদের কর্মীদের খুন করছে৷ বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে৷ আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে তাঁদের ঘরে৷ মনে রাখবেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রীদের কিন্তু দিল্লি আসতে হবে৷ আমি আপনাদের সতর্ক করছি৷ নির্বাচনে হার-জিত হতেই পারে৷ কিন্তু খুন নয়৷’’ 

আরও পড়ুন- জল্পনা উস্কে মমতা বন্দনা! তবে কি ফের তৃণমূলেই ফিরছেন শোভন-বৈশাখী?

প্রসঙ্গত, শুধু বিজেপি নয়৷ ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হয়েছে শূন্য হাতে ঘরে ফেরা বামেরাও৷ বেশ কয়েক জায়গায় সিপিএমের অফিসে ভাঙচুর করা হয়েছে বলেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ৷ এটাই কি বিজয় উল্লাস? পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বাম নেতারা৷ অন্যদিকে, এর আগে বাংলায় বিজেপি’র দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়ের অভিযোগ ছিল, বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর তাঁদের দলের কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =