মধ্যরাতে নবান্নে এসেছিল গোপন চিঠি! কী লেখা ছিল তাতে? মুখ খুললেন রাজ্যপাল

মধ্যরাতে নবান্নে এসেছিল গোপন চিঠি! কী লেখা ছিল তাতে? মুখ খুললেন রাজ্যপাল

governor 

কলকাতা: উপাচার্য নিয়োগে সার্চ কমিটির প্রতিনিধিদের তালিকা প্রস্তুত করে ফেলেছে রাজভবন। শীঘ্রই সেই তালিকা পেশ করা হবে সুপ্রিম কোর্টে৷ শুক্রবার তেমনটাই জানালেন  রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এই সার্চ কমিটিতে কারা রয়েছেন, তাঁরা রাজ্যের নাকি ভিন রাজ্যের, সেসব বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি৷ রাজ্যপাল শুধু বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সার্চ কমিটির  মেম্বারদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। শীঘ্রই তা আদালতে পেশ করা হবে।”

সার্চ কমিটির প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ই এদিন উঠে আসে, মধ্যরাতে নবান্ন ও দিল্লিকে পাঠানো সেই চিঠির প্রসঙ্গ৷ চিঠি মিস্ট্রি প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “দুটি চিঠির উত্তর পাওয়া নিয়ে ঠিক কোন পরিস্থিতি তৈরি হয়েছে, তা দুই সাংবিধানিক সহকর্মীর মধ্যে থাকাই বাঞ্ছনীয়। তবে ওই চিঠি দুটো আর মিস্ট্রি নয়, হিস্ট্রি হয়ে গিয়েছে।” 

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর মাধ্যরাতে একসঙ্গে নবান্ন ও দিল্লির দরবারে চিঠি পাঠান রাজ্যপাল বোস। ঠিক তার আগের দিন সন্ধ্যায় রাজ্যপাল বার্তা দিয়েছিলেন, মধ্যরাতে কড়া পদক্ষেপ করবেন। সেই সময় রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চলছে রাজ্য-রাজভবন সংঘাত৷ অস্থায়ী উপাচার্যদের সঙ্গে বৈঠক নিয়ে শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যে উঠেছিল বিতর্কের ঝড়। তারই মধ্যে ঘটে চিঠি কাণ্ড৷  

কিন্তু সেই চিঠিতে আছেটা কী? দিন কয়েক আগে এ প্রসঙ্গে রাজ্যপাল বলেছিলেন,“মুখ্যমন্ত্রী এখন সুদূর স্পেনে যাচ্ছেন। এখনই কিছু বলব না। মুখ্যমন্ত্রীকে টেনশন দিতে চাই না৷ তাঁৎ এই মন্তব্য জল্পনা আরও বাড়িয়ে তোলে। এই চিঠি নিয়ে রাজ্যপালকে ‘ভ্যাম্পায়ার’ বলে তীব্র আক্রমণ শানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই চিঠি প্রসঙ্গেই এবার রাজ্যপাল বললেন, ‘ওই মিস্ট্রি এখন হিস্ট্রি।’ অর্থাৎ চিঠির রহস্য এখন ইতিহাস হয়ে গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + twelve =