মুখ্যমন্ত্রীর বিমান স্পেনের উদ্দেশে রওনা দিতেই, মানুষের সমস্যা দেখতে রাস্তায় নামলেন রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর বিমান স্পেনের উদ্দেশে রওনা দিতেই, মানুষের সমস্যা দেখতে রাস্তায় নামলেন রাজ্যপাল

কলকাতা: বিদেশ থেকে লগ্নি টানতে মঙ্গলবার সকালে স্পেনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্য ছাড়তেই মানুষের সমস্যা দেখতে পথে নেমে পড়লেন সাংবিধানিক প্রধান৷ বালিগঞ্জের ১২ নম্বর রোনাল্ড রোডে একটি বড় গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ আসে রাজ্যপালের কাছে৷ সেই খবর কানে উঠতেই সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন সিভি আনন্দ বোস। একাবের ঘটনাস্থলে এসে হাজির হয় রাজ্যপালের গাড়ির কনভয়৷ কেন গাছ কাটা হচ্ছে, গাছ কাটার জন্য অনুমতি নেওয়া হয়েছে কিনা, এর ফলে পরিবেশের কী হবে, এই সব প্রশ্ন তুলে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন৷ 

রোনাল্ড রোডের উপর একটি বহু পুরনো গাছ ছিল। অভিযোগ, প্রোমোটিংয়ের জন্য সেই গাছ কাটা হচ্ছে। রাজ্যপাল রোনাল্ড রোডে পৌঁছে জানান, ওই গাছটির স্মরণে তিনি রাজভবনে একটি চারা গাঠ রোপন করবেন৷ 

এ বিষয়ে তৃণমূল নেতা তাপস রায় কটাক্ষ করে বলেন, ‘‘কথায় বলে নেই কাজ তো খই ভাজ। রাজ্যপালের এখন অখণ্ড অবসর। উনি এতদিন আমলা ছিলেন। সক্রিয় ভাবে দায়িত্ব পালন করছেন। রাজভবনে হয়তো তাঁর মন টিকছে না। তাই ঘুরে বেড়াচ্ছেন। এতে কোনও আপত্তি নেই”।

তাপস রায় আরও বলেন, “উনি ফুল ফল লতা পাতা নিয়ে থাকুন। পরিবেশের কথা ভাবুন, গাছ লাগান, বন মহোৎসব করুন। তাতে বাংলার মানুষ উপকৃত হবে। ওঁর কাছে একটাই অনুরোধ, উনি যেন দিল্লির রাজনৈতিক প্রভুদের নির্দেশে বাংলায় রাজনৈতিক অ্যাজেন্ডা নিয়ে না ঘোরেন। অযথা সরকারকে যেন বিব্রত না করেন।”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =