‘গার্ড অফ অনার’ দেওয়া হল না কেন? অপমানিত বোধ করছেন রাজ্যপাল

এবার 'গার্ড অফ অনার'কে কেন্দ্র করে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল

কোচবিহার: রাজ্য এবং রাজ্যপাল দ্বৈরথ চলছেই। এবার ‘গার্ড অফ অনার’কে কেন্দ্র করে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। কোচবিহার সফরে গিয়েছিলেন তিনি। সেখানে উপযুক্ত মর্যাদা পাননি বলে অভিযোগ তুলেছেন রাজ্যপাল! সেই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছেন তিনি।

রাজ্যপাল জগদীপ ধনকড় জানাচ্ছেন, কোচবিহার যাওয়ার পর পুলিশের তরফে তাকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়নি। এই প্রেক্ষিতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ট্যাগ করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ পুলিশের তরফে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হবে এটাই নিয়ম, কিন্তু কোচবিহারে যাবার পর নিয়মানুযায়ী তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়নি। সেই কারণেই আবার অপমানিত বোধ করেছেন তিনি। সঙ্গে সঙ্গে টুইট করে নিজের যাবতীয় ক্ষোভ উগরে দেয় রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি লেখেন, কোচবিহারের জেলা অ্যাডমিনিস্ট্রেশন প্রটোকল ভেঙেছে। সেখানে তাঁকে কোনরকম গার্ড অফ অনার দেওয়া হয়নি পশ্চিমবঙ্গ পুলিশের তরফে। এমনকি তিনি যখন ওখানে উপস্থিত ছিলেন, তখন সেখানে ডিএম এবং এসপি উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। এমনকি, রাজনৈতিকভাবে রাজ্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন রাজ্যপাল।

 

প্রসঙ্গত, এদিন সকালে কোচবিহার পৌঁছে প্রথমে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল। সেখান থেকে মদনমোহন মন্দিরে যান তিনি। ঘুরে দেখেন কোচবিহার রাজবাড়ি। পরবর্তী সময়ে সার্কিট হাউসে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। তারপরেই ঘটে এই ঘটনা। এরপর সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন জগদীপ ধনকড়। সেখানে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, কোচবিহার সফরে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, একই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *