নবান্নে মুখ্যমন্ত্রী ‘ওয়ার রুমে’ যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়

নবান্নে মুখ্যমন্ত্রী ‘ওয়ার রুমে’ যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়

কলকাতা:  রাজ্যের আকাশে ঘনীভূত বিপর্যয়ের কালো মেঘ। পরিস্থিতি মোকাবিলায় নবান্নে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ নবান্নে যাওয়ার আগে তিনি পৌঁছে গিয়েছিলেন আলিপুর আবহাওয়া দফতরে৷ সেখানে গিয়ে নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখেন৷ কথা বলেন, আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় কী পদক্ষেপ করছে রাজ্য সরকার? তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি৷ 

আরও পড়ুন- ধেয়ে আসছে যশ, হালহকিকত জানতে হাওয়া অফিসে রাজ্যপাল

জানা গিয়েছে সন্ধে ৬ টার সময় নবান্নে যাওয়ার কথা রাজ্যপালের৷ যশ মোকাবিলায় রাজ্য সরকারের কী কী পদক্ষেপ করছে, সে বিষয়েই কথা বলবেন তিনি৷ এদিন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তার সঙ্গেও  বেশ কিছুক্ষণ বৈঠক করেন রাজ্যপাল৷ প্রায় ২০ মিনিট তাঁর সঙ্গে কথা বলেন৷ সেখানে যশের গতিবিধি নিয়ে প্রেজেন্টেশন করেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যপাল বলেন, এই বিপর্যয়ের আগাম পূর্বাভাস রয়েছে৷ রাজ্য ও কেন্দ্র সরকারকে যৌথভাবে কাজ করতে হবে৷ সাধারণ মানুষ যাতে সরকারের দেওয়া বার্তা মান্য করে চলেন, সেই আর্জিও জানান ধনকড়৷  পাশাপাশি গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি৷ গোটা বিষয়টি সামনে থেকে দেখতেই তিনি নবান্নে যাচ্ছেন বলেও জানান রাজ্যপাল৷ 

এদিকে নবান্নের কন্ট্রোল রুমে উপস্থিত রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রতি মুহূর্তের উপর নজর রাখছেন তিনি৷ সেখানেই গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন রাজ্যপাল৷ সেই সঙ্গে কেন্দ্র-রাজ্য যৌথভাবে কাজ করার উপরেও জোড় দেবেন৷ পূর্বাঞ্চলীয় অধিকর্তার কাছ থেকে গোটা বিষয়টি জানার পরই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন৷ রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে এই বিপর্যয়ের মধ্যে নিজের দায়িত্ব পালন করতে চান রাজ্যপাল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =