ভাঙড়: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়ের পরিস্থিতি নিজের চোখে খতিয়ে দেখেছেন রাজ্যপাল৷ এ বার ক্যানিং যাচ্ছেন সিভি আনন্দ বোস। পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে ভাঙড়ের মতো উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং-ও। সেই উত্তেজনার আবহেই শনিবার দক্ষিণ ২৪ পরগনার এই এলাকায় যাচ্ছেন রাজ্যপাল৷ রাজভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার অন্য কর্মসূচি ছিল তাঁর৷ রাজ্যের বাইরে যাওয়ার কথা ছিল রাজ্যপাল বোসের। কিন্তু সমস্ত কর্মসূচি বাতিল করে ক্যানিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
শনিবার দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। পরে রাজভবনের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেই সময় সুকান্ত বলেন “পঞ্চায়েত নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে করাতে বদ্ধপরিকর রাজ্যপাল। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, যে ভাবে সন্ত্রাস আটকানো সম্ভব, তিনি তা করবেন। কাল নিজে গিয়ে ভাঙড়ে সন্ত্রাসের পরিস্থিতি দেখে এসেছেন।” বিজেপি সূত্রে খবর, রাজ্যের যে সব এলাকায় মনোনয়ন পেশকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটেছে বলে রাজ্যপালকে জানানো হয়েছে, তার মধ্যে ক্যানিং-ও রয়েছে। তাই সুকান্তের সঙ্গে সাক্ষাতের পরেই রাজ্যপালের ক্যানিং যাওয়ার সিদ্ধান্তকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>