রাজ্যপাল বোসের কনভয়কে কালো পতাকা! রাজভবন যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভ

রাজ্যপাল বোসের কনভয়কে কালো পতাকা! রাজভবন যাওয়ার পথে তৃণমূলের বিক্ষোভ

governor

দার্জিলিং: রাজধানী থেকে উত্তরবঙ্গে ফিরতেই তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দার্জিলিঙের রাজভবনে যাওয়ার সময় তাঁর কনভয়ের সামনে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীসমর্থকেরা। শুক্রবার দুপুরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে স্টেট গেস্ট হাউজের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল৷ তাঁর কনভয় স্টেট গেস্ট হাউজের সামনে পৌঁছতেই কালো পতাকা দেখায় তৃণমূল। আজ, তৃণমূলের তিন সদস্যের একটি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রাজ্যপাল বোসের।  তৃণমূলের বক্তব্য, এটা সর্বসাধারণের বিক্ষোভ।

রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ তবে নতুন নয়। এর আগেও হয়েছে৷ শুক্রবারের ঘটনা প্রসঙ্গে দার্জিলিঙের জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, ‘‘বিক্ষোভ শুধুমাত্র তৃণমূলই করছে না। আমাদের সঙ্গে সাধারণ মানুষও এই বিক্ষোভে যোগ দিয়েছে।’’ তিনি আরও বলেন,‘‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। তিনি যে ভাবে নিজের পদের অপব্যবহার করছেন, তাতে রাজ্যপালের পদমর্যাদা ভূলন্ঠিত হয়েছে। এতে বাংলার মানুষ ক্ষুব্ধ। সারা বাংলায় অসন্তোষের ঝড় বইছে।’’

এই বিক্ষোভের মধ্যেই শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে পৌঁছোন রাজ্যপাল বোস। সেখানে বিশ্রামের পরই তিনি দার্জিলিঙ রাজভবনের উদ্দেশে রওনা দেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *