কলকাতা: নবান্ন-রাজভবন সংঘাতে রাজ্যে ফিরছে ধনকর জমানার আবহ৷ উপাচার্য নিয়োগ থেকে ভোট হিংসা, একাধিক ইস্যুতে শুরু হয়েছে রাজ্য-রাজ্যপাল দ্বৈরথ৷ এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের পোশাক ও সানগ্লাস কেনা নিয়ে বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। একেবারে রাজ্যপালের জন্য বরাদ্দ অর্থ খরচের অডিট করানোর দাবি তুললেন তিনি।
এদিন টুইটে কুণাল লেখেন, ‘‘মহামান্য রাজ্যপাল কি নিজের পোশাক, স্যুট, সানগ্লাস, জুতো সরকারি টাকায় কিনেছেন? যদি এমনটা হয়ে থাকে, তাহলে তা অনৈতিক। ওঁর উচিত, নিজের পোশাক নিজের টাকায় কেনা। সরকার রাজভবনের জন্য যে অর্থ বরাদ্দ করে, তা কোন খাতে খরচ হচ্ছে, তা অডিট করা দরকার। যদি এই অভিযোগ ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিতে তৈরি।’
প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই চড়ছে রাজ্য-রাজ্যপাল সংঘাতের পারদ৷ সম্প্রতি রাজনৈতিক হিংসার ঘটনায় নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করেছিলেন রাজ্যপাল। যদিও সেই তলবে সাড়া দেননি রাজীব সিনহা। এরই মাঝে রাজভবনে চালু হয়েছে হেল্পলাইন নম্বর। খোলা হয়েছে ‘পিস রুম’ বা শান্তকক্ষ। এই আবহে রাজ্যপালকে বেনজির আক্রমণ কুণালের ।
শনিবার বিবৃতি জারি করে বলা হয়েছে, OSD2w.b.governor@gmail.com এই ইমেল আইডিতে মেল করে রাজনৈতিক হিংসার অভিযোগ জানানো যাবে রাজভবনে। সেই অভিযোগ রাজ্য এবং নির্বাচন কমিশনকে জানাবে রাজভবন। এছাড়াও 03322001641-এই নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>