একমাসের বেতন দিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর তহবিলে!‌ কেন এমন করলেন রাজ্যপাল?

একমাসের বেতন দিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর তহবিলে!‌ কেন এমন করলেন রাজ্যপাল?

governor bose

কলকাতা: নিম্নচাপের জেরে বাংলার আকাশ থেকে যেন কাটছেই না দুর্যোগের মেঘ৷ টানা বৃষ্টিতে জলমগ্ন গ্রামবাংলা। এই অবস্থায় আবার জল ছেড়েছে ডিভিসি৷ সব মিলিয়ে বানভাসী পরিস্থিতি৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে শুরু করে মালদা, সাত জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি৷ এই সাত জেলার পরিস্থিতির উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছুটির দিনেও নবান্নে জরুরি বৈঠক করতে হয়েছে তাঁদের। গোটা পরিস্থিতি শক্ত হাতে সামলাতে মরিয়া রাজ্য। এরই মধ্যে একটি উদ্যোগ নিয়ে ফেললেন  রাজ্যপাল সিভি আনন্দ বোস৷  তা নিয়ে শুরু হয়েছে চর্চা৷ 

কিন্তু, কেন এমন সিদ্ধান্ত? আসলে বাংলার সাত জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এই আবহে রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর নিজের একমাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনও তিনি তা পাঠাননি। রাজ্যপাল নিজের এক মাসের তেবন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহূিলে পাঠালে নিশ্চিত ভাবেই তা হবে রাজ্য–রাজনীতির উল্লেখযোগ্য ঘটনা। এর আগে এমন নজির কিন্তু দেখা যায়নি৷

আর্থিক ভাবে বেশ চাপেই রয়েছে বাংলা। কেন্দ্রের কাছে বকেয়া আদায়ে দিল্লিতে ছুটি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা৷ এদিকে, বাংলায় চলছে প্রকৃতির তাণ্ডব৷ অতিবৃষ্টি আর ডিভিসি-র জলে বানভাসী অবস্থা৷  দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে দুর্গাপুজোর আগে বাংলা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হবে। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের একমাসের বেতন দানের সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ এর মাধ্যমে রাজ্যবাসীর কাছেও পৌঁছে দিলেন পাশে থাকার বার্তা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 15 =