কলকাতা: রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করার মতো পরিস্থিতি আছে কি? সেই প্রশ্নের সরাসরি জবাব দিলেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সাফ জানালেন, এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও মন্তব্য করতে চান না। ৩৫৫ বা ৩৫৬ ধারা নিয়ে রাজ্যপাল কৌশলী অবস্থান নিচ্ছেন বলেই মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ৷ একই সঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, রাজ্যে হিংসা বা সন্ত্রাসের অভিযোগের ক্ষেত্রে বাধাধরা তথ্যের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নয়, নিজে সরেজমিনে খতিয়ে দেখবেন৷
পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নানা প্রান্ত থেকে অভিযোগ সামনে আসার পর কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজভবনে। তার নাম দেওয়া হয়েছে ‘পিস রুম’৷ রাজ্যপালের কথায়, সাধারণ মানুষ ও রাজ্য সরকারের মধ্যে সংযোগের কাজ করবে এই শান্তি কক্ষ। এখনা যে অভিযোগ জমা পড়বে, তা জানানো হবে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকারকে৷ অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হবে৷ পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে ‘পিস রুম’ও বন্ধ হয়ে যাবে৷ আর এতে তিনি খুশি হবেন বলেও জানান বোস৷ রাজ্যপালের এই ভূমিকা ‘এক্তিয়ার বহির্ভূত’ বলে দাবি করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সিপিএম-এর কথায় এটা রাজ্যপালের ‘নাটক’৷ তবে তাঁর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। জানা গিয়েছে, এক দিনের মধ্যে ‘পিস রুমে’ তিনশোর বেশি অভিযোগ জমা পড়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>