কলকাতা: মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন৷ কিন্তু সেই অনুরোধ রাখা হল না৷ রাজভবনেই পালিত হল ‘পশ্চিমবঙ্গ দিবস’৷ মঙ্গলবার সকালে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপস্থিতিতে এই অনুষ্ঠান পালন করা হয়। এক দিন আগেই রাজ্যপালকে ফোন করে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন না করার অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গতকাল রাতে নবান্ন থেকে রাজভবনে চিঠিও পাঠানো হয়৷ সেখানেও একই অনুরোধ করা হয়। কিন্তু কোনও অবেদনেই কর্ণপাত করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ বরং পূর্বঘোষিত কর্মসূচি মেনেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করেন রাজ্যপাল।
রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হওয়ায় খুশি গেরুয়া শিবির। কিন্তু কড়া সমালোচনা করেছে রাজ্যের শাসকদল৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যপালের সিভি আনন্দ বোসের ‘দূরত্বে’র কথা রাজ্য রাজনীতি লুকোচাপা নেই৷ নানা সময়ে রাজ্যপালের ভূমিকা নিয়ে সুর চড়িয়েছেন তিনি। সেই শুভেন্দুও রাজভবনে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন নিয়ে উচ্ছ্বসিত৷ রাজ্যপালের ভূয়সী প্রশংসা করেন। আজ, মঙ্গলবার বিজেপি পরিষদীয় দলের কিছু সদস্যকে সঙ্গে নিয়ে শুভেন্দু নিজেও ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে মিছিল করেন৷ মিছিল শেষে শুভেন্দু বলেন, ‘‘আমরা খুশি। নিশ্চিত ভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন হওয়া উচিত।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>