মাথাভাঙায় আক্রান্ত BJP কর্মীর বাড়িতে রাজ্যপাল, কান্নায় ভেঙে পড়ল পরিবার

মাথাভাঙায় আক্রান্ত BJP কর্মীর বাড়িতে রাজ্যপাল, কান্নায় ভেঙে পড়ল পরিবার

কোচবিহার: রাজ্যপালের কোচবিহার সফর নিয়ে ইতিমধ্যেই সংঘাতে জড়িয়েছেন রাজ্য-রাজভবন৷ চলেছে একদফা পত্রযুদ্ধ৷ এর পর আজ বৃহস্পতিবার সকালে কোচবিহারে পৌঁছন তিনি৷ রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা সরেজমিনে তদন্তে করে দেখতেই তাঁর উত্তরবঙ্গ সফর৷ 

আরও পড়ুন- ভোটের আগেই হিংসায় উস্কানি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, বিস্ফোরক রাজ্যপাল

এদিন মাথাভাঙা ২ নম্বর ব্লকে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি পরদর্শন করে দেখেন রাজ্যপাল৷ তাঁর সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ নীশিথ প্রামাণিক৷  গ্রামের রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথাও বলেন তিনি৷ সেখানকার পরিস্থিতি বোঝার চেষ্টা করেন৷ এই হিংসার সঙ্গে কারা যুক্ত ছিল, সেটাও জানার চেষ্টা করেন রাজ্যপাল৷ এমনকী হিংসার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল কিনা, তাও জানতে চান তিনি৷ 

মাথাভাঙায় ভোট পরবর্তী হিংসায় যে সকল বিজেপি কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে, সেই সকল বাড়ির ভিতরে ঢুকে নিজের চোখে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল৷ মাথভাঙায় এক বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছনোর পরেই দেখা যায় সেখানে রাজ্যপালের পায়ে লুটিয়ে পড়েন তাঁর গোটা পরিবার৷ ভোট পরবর্তী হিংসায় তাঁদের সমস্ত লুঠ করা হয়েছে বলেই অভিযোগ৷ কান্নায় ভেঙে পড়েন বাড়ির মহিলারা৷ তাঁর বাড়ির ভিতরে ভাঙচুরের ছবি অত্যন্ত স্পষ্ট৷ শুধু তাই নয়, বহু বাড়ির ছাদ ভেঙে দেওয়া হয়েছে৷ বহু বাড়ির আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ আক্রান্ত পরিবারগুলির একটাই আর্জি, তাঁরা সুবিচার চান৷ 

এর আগেও সুবিচারের আশায় তাঁরা একাধিক জায়গায় গিয়েছেন৷ কিন্তু কোনও সাহায্য পাননি বলেই দাবি৷ তাঁদের ঘর-দুয়ার তছনছ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ৷ কিছু কিছু জায়গায় পুরো বাড়ি ধুলিস্মাৎ করে দেওয়া হয়েছে৷ তাই রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের কাছে এখন বিচার চাইছেন আক্রান্ত পরিবারগুলি৷ 
  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 10 =