governor
কলকাতা: রাজ্যপালের হাতে রাখি বেঁধে তাঁকে দাদার সম্মান দিয়েছিলেন সন্দেশখালির নির্যাতিতারা। সেই ‘রাখিবোন’দের সুরক্ষার জন্য এবার এগিয়ে এলেন সিভি আনন্দ বোস৷ রাজভবনে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ‘পিস রুম’। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে পাশে নিয়ে সে কথা আরও একবার জানিয়ে দিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। অন্যদিকে, পুলিশকেও তাঁদের ভূমিকার কথা মনে করিয়ে দেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন৷ তাঁর অভিযোগ, “রাজনৈতিক দলগুলির মদতেই সন্দেশখালিতে গুন্ডারাজ শুরু হয়েছে।” রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলার পাশাপাশি সেখানকার মহিলাদের জন্য মিশন ‘সন্তোষ কালী’ শুরু করার কথাও জানান রাজ্যপাল বোস। এই মিশনের মূল উদ্দেশ্যই হল- সন্দেশখালির মহিলাদের স্বনির্ভর করা। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা। ও সেখানকার মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া৷