রাজ্য পুলিশকে নিয়ে গঠিত SIT-এর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না সরকার, নির্দেশ হাইকোর্টের

রাজ্য পুলিশকে নিয়ে গঠিত SIT-এর বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না সরকার, নির্দেশ হাইকোর্টের

কলকাতা:  ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের রায়ে তোলপাড়া রাজ্য রাজনীতি৷ রাজ্য সরকারের যাবতীয় যুক্তি নস্যাৎ করে মান্যতা দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশকে৷ এই মামলায় তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার৷ আদালতের নির্দেশে বলা হয়েছে, খুন, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্ত করবে সিবিআই৷ আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তে গঠন করা হবে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট)৷  

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা: হাইকোর্টের রায়ে নাখুশ সৌগত, মানুষ বিচার পাবে, বললেন দিলীপ

মামলার তদন্তে কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র, সুমন বালা সাউ, নিলেশ কুমারকে নিয়ে গঠন করা হল স্পেশাল ইনভেস্টিকেশন টিম৷ সেই সঙ্গে বলা হয়েছে, বৃহত্তর বেঞ্চের অনুমতি ছাড়া আদালতের নিযুক্ত সিট-এ দায়িত্বপ্রাপ্ত তিন পুলিশ অধিকারিকের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না৷ আরও বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়াও এই তিন আইপিএস অফিসার যে কোন পরিস্থিতিতে পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। প্রয়োজনে গ্রেফতারও করতে পারবে সিবিআই এবং সিট। তাতে কোর্টের অনুমতির প্রয়োজন হবে না। কিন্তু এর মধ্যে রাজ্য সরকার কোনও হস্তক্ষেপ করতে পারবেন না। ছয় সপ্তাহের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট স্পেশাল ডিভিশন বেঞ্চে জমা দেবে সিবিআই ও সিট৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − sixteen =