government recruitment
কলকাতা: কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তোলা প্রশ্নের ‘জবাব’ দেবেন বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টা কাটার আগেই রাজ্য সরকারের সর্বত্র নিয়োগের সবিস্তার তথ্য চেয়ে পাঠালেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা৷ রাজ্য সরকারের সব দফতরে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ২২ জানুয়ারির মধ্যে বিভাগীয় প্রধানদের এই তথ্য জানাতে হবে৷
মুখ্যসচিব জানিয়েছেন, ২০১১ সালের মে মাস থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত কোন কোন দফতরে কত নিয়োগ হয়েছে, সেই তথ্য সরকারের নির্দিষ্ট ই-মেলে জানাতে হবে। গ্রুপ-এ, বি, সি এবং ডি-প্রতিটি বিভাগেই নিয়োগের সংখ্যা জানাতে হবে। চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের নিয়োগ-তথ্যের পাশাপাশি, অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য পদে কোথায় কত নিয়োগ হয়েছে, তাও জানাতে হবে৷