সুখবর, কয়েক হাজার শূন্যপদে কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ

সুখবর, কয়েক হাজার শূন্যপদে কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ

নয়াদিল্লি: করোনা ভাইরাসের দৌরাত্ম্য কিছুটা কমতেই ভারতের অর্থনীতিকে ফের চাঙ্গা করতে মাঠে নেমেছে কেন্দ্র সরকার। অতিমারী পরিস্থিতিতে লকডাউন ও তার পরবর্তী সময়ে বেকারত্বের সমস্যা খুব বড় হয়ে দেখা দিয়েছিল। সেই আবহেই এবার নতুন বছরে কেন্দ্র সরকারি চাকরির জন্য একগুচ্ছ নতুন ঘোষণা করা হল সরকারের তরফে।

জানা গেছে, নতুন বছরে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL), জাতীয় স্বাস্থ্য মিশন (NHM), উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPSC), গোয়েন্দা ব্যুরো (IB) এবং মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন (MMRC)-এর অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। উচ্চ বেতনের এই সমস্ত চাকরির জন্য আবেদন করা যাবে অনলাইনে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ীই এসব ক্ষেত্রে নিয়োগ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকারের সূত্র। দেশের বিভিন্ন প্রান্তে নতুন এই কেন্দ্র সরকারি চাকরির ক্ষেত্র গুলিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

জাতীয় স্বাস্থ্য মিশন (NHM):  আসামে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে মেডিকেল হেলথ অফিসার পদে মোট ৪৭৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিক পদে যোগ্য প্রার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে করতে হবে আবেদন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।

ইউপিএপসি (UPSC) :  উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে মোট ১৪৭৩ টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এক্ষেত্রে উত্তরপ্রদেশের সরকারি স্কুল ও কলেজ গুলিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের চলতি মাসের ২২ জানুয়ারির মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।নির্বাচিত প্রার্থীরা বেতন হিসাবে মাসে ৪৭,৬০০ থেকে ১৫,১১০০ টাকা পাবেন।

ইন্ডিয়ান অয়েল (IOCL) :  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডও বেশ কিছু শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গেছে ইঞ্জিনিয়ারিং সহকারী ও কারিগরি অংশগ্রহণকারী পদে নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল। এক্ষেত্রেও অনলাইন আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি। ইঞ্জিনিয়ারিং সহকারী পদে প্রার্থীদের বেতন ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা এবং টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদে বেতন ২৩,০০০ টাকা থেকে ৭৮,০০০০ টাকা হবে।

গোয়েন্দা বিভাগে নিয়োগ: সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোতে (MH IB) মোট ২০০০ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বিজ্ঞপ্তিতে ৯ জানুয়ারির মধ্যে আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে। এক্ষেত্রে নির্বাচিতদের বেতন হবে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।

মহারাষ্ট্র মেট্রো (MMRC):  সম্প্রতি মহারাষ্ট্র মেট্রোতে টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার-সহ একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ২১ জানুয়ারির মধ্যে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট mahametro.org-এ আবেদনের জন্য আহ্বান করা হয়েছে। জানা গেছে এক্ষেত্রে টেকনিশিয়ানদের বেতন প্রতি মাসে ২০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা হবে। স্টেশন কন্ট্রোলারের পদে বেতন প্রতি মাসে ৩৩,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত এবং বিভাগীয় প্রকৌশলী পদে প্রতি মাসে বেতন ৪০,০০০ টাকা থেকে ১.২৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eight =